শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নির্বাচন পেছানোর দাবি বাদল রায়ের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩ অক্টোবর। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কথা উল্লেখ করে নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক চিঠি লিখেছেন বাফুফের সহসভাপতি বাদল রায়। সাবেক ফুটবলার ও বাফুফের বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায় চিঠিতে উল্লেখ করেন, বাফুফের কর্মকর্তা এবং কাউন্সিলরদের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কেউ হাসপাতালে আবার কেউ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এই পরিস্থিতিতে দুই মাসের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন বাদল রায়। তিনি চিঠিতে লিখেছেন, ‘করোনা মহামারীতে কাউন্সিলর/ডেলিগেটদের ঢাকা আগমন, ভোটগ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

সর্বশেষ খবর