রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সোয়াতেকের ইতিহাস

প্রথম পোলিশ হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম জয়ের গৌরব তারই। এর আগে কোনো পোলিশ ছেলেরও গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড নেই

ক্রীড়া ডেস্ক

সোয়াতেকের ইতিহাস

ইগা সোয়াতেক গ্র্যান্ডস্লাম ট্রফি জয়ের আনন্দ কিভাবে প্রকাশ করতে হয় জানেন না। জানবেন কী করে! এর আগে তিনি গ্র্যান্ডস্লাম দূরে থাক, কোনো ট্রফিই জয় করেননি। তাই তিনি ম্যাচ পয়েন্ট জিতে বিমূঢ় হয়ে রোলা গারোর লাল কোর্টে কিছুক্ষণ বসে রইলেন। এরপর ছুটে গেলেন গ্যালারিতে। আপনজনের কাছে। ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককে নতুন চ্যাম্পিয়ন ইগা সোয়াতেক। সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। পোলিশ এই মেয়ে দারুণ এক ইতিহাস গড়লেন। প্রথম পোলিশ হিসেবে কোনো গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড তারই। এর আগে কোনো পোলিশ ছেলেরও গ্র্যান্ডস্লাম জয়ের গৌরব নেই।

চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সিমোনা হালেপকে হারিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। ফ্রেঞ্চ ওপেন জিতে আরও একটা রেকর্ড গড়েছেন সোয়াতেক। ১৯৯২ সালের পর সবচেয়ে কম বয়সী হিসেবে তিনি চ্যাম্পিয়ন হলেন (১৯ বছর ৪ মাস)। ১৯৯২ সালে ১৮ বছর ৬ মাস বয়সে মনিকা সেলেস ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন স্টেফি গ্রাফকে হারিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর