ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা। একের পর এক গোল করে রেকর্ড গড়েই চলেছেন তিনি। ক্যারিয়ারের অন্তিম সময়েও জ্বলছেন তারুণ্যের শক্তিতে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক ছিল রোনালদোর। রোনালদো ও ম্যারাডোনার মধ্যে কেউ কখনো তুলনা করেননি। দুজনকেই ফুটবল দুনিয়া সেরাদের কাতারে স্থান দিয়েছেন। কিন্তু ম্যারাডোনা যে রোনালদোর চেয়েও অনেক উঁচু আসনে ছিলেন, তার প্রমাণ রোনালদোই দিলেন। আর্জেন্টাইন কিংবদন্তির চিরবিদায়ে বেদনায় মুষড়ে পড়েছেন রোনালদো।
পর্তুগিজ তারকা রোনালদো টুইটারে লিখেছেন, ‘আজ (বুধবার) আমি এক বন্ধুকে বিদায় জানাচ্ছি। আর সারা বিশ্ব বিদায় জানাচ্ছে এক চিরকালীন প্রতিভাকে। সর্বকালের সেরা একজনকে। এক অপ্রতিদ্বন্দ্বী জাদুকরকে। বড় তাড়াতাড়ি তাঁকে চলে যেতে হলো। কিন্তু এক সীমানাহীন উত্তরাধিকারকে তিনি রেখে গেলেন। তাঁর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। হে শ্রেষ্ঠ, তুমি শান্তি লাভ কর। তোমাকে কখনো ভোলা যাবে না।’ রোনালদোর মতোই কোটি কোটি ভক্ত সারা জীবন মনে রাখবে ম্যারাডোনাকে। কেবল বিশ্বকাপ জয়ের জন্য নয়, একজন মানবিকতা বোধসম্পন্ন মানুষ হিসেবেও। প্রতিবাদী, বিপ্লবী মানুষ হিসেবে।