মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মোহামেডানে খেলবেন কায়সারের ছেলে সাদাত

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডানে খেলবেন কায়সারের ছেলে সাদাত

বাবা ছিলেন নামকরা ফুটবলার। অথচ ছেলে ক্রিকেটার এমন নজির একেবারে কম নয়। ফুটবলারের ছেলে ফুটবলার হয়েছেন বা একই দলে খেলেছেন তা এ দেশে দেখা যায়নি। এবার দেখা যেতে পারে। দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের ছেলে মো. সাদাত হামিদকে আসন্ন ঘরোয়া মৌসুমে দেখা যাবে। তাও আবার বাবা কায়সার যে দলে খেলে সুনাম কুড়িয়েছেন সেই ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে। কায়সার জানালেন, ‘ওর মা শাহনাজ সুলতানা লোপা সাদাতকে ফুটবলার হতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’ বাবার পজিশন রক্ষণভাগেই খেলবেন সাদাত। গত রবিবার সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে মোহামেডানের হয়ে খেলেন সাদাত।

লোপা জানালেন, ‘ঘরের সামনে মাঠ ছিল বলে সাদাত খেলাতেই ব্যস্ত থাকতেন। ওর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় খেলতে নিয়ে যেত। এবার মোহামেডান তরুণ ফুটবলারদের প্রাধান্য দিচ্ছে। তাই সাদাতকে নিয়ে গেলাম ক্লাবে। বেশ কদিন ট্রায়াল দেখে ইংলিশ কোচ শনলিন অনুশীলনেও নামালেন। এমনকি সাইফের বিপক্ষে প্রীতি ম্যাচে সেরা একাদশে রাখা হলো। ও প্রথমে মিডফিল্ড পজিশনেই খেলত। কিন্তু কোচ তাকে রাইট ব্যাক পজিশনে অনুশীলন করাচ্ছেন।’ লোপা বলেন, ‘মোহামেডানের মতো দলে সেরা একাদশে সুযোগ পেতে যোগ্যতার প্রমাণ করতে হবে। এখানে কায়সারের ছেলে বলেই সুযোগ পেয়ে যাবে তা তো না। আমার বিশ্বাস সাদাতকে ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিতে মাঠে দেখতে পারব।’ লোপা নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার। ছেলে সাদাত একই বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছেন। খেলাধুলার পাশাপাশি ছেলে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হোন- এটাই মা লোপার প্রত্যাশা।

সর্বশেষ খবর