বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গোল নয় শিরোপায় চোখ মেসির

ক্রীড়া ডেস্ক

গোল নয় শিরোপায় চোখ মেসির

লিওনেল মেসি পিচিচি ট্রফি জয়ে রেকর্ড গড়েছিলেন আগেই। এবার ট্রফি হাতে পেলেন তিনি। সর্বোচ্চ সপ্তমবার পিচিচি ট্রফি জিতেছেন মেসি। এর আগে রেকর্ডটা দখলে রেখেছিলেন স্পেনের টেলমো জারা (ছয় বার)। ট্রফি হাতে পাওয়ার পর লিওনেল মেসি জানালেন, গোল করে আরও একবার পিচিচি ট্রফি জয়ের চেয়ে তিনি শিরোপা জয় করতেই পছন্দ করবেন। মেসি মার্কা পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘অষ্টম পিচিচি ট্রফি জয়? আমি ঠিক জানি না। এ ব্যাপারে চিন্তা করছি না। বরং আমি পিচিচি ট্রফি জয়ের চেয়ে লা লিগার শিরোপা জয় করাকেই প্রাধান্য দেব। এজন্য লড়াই করছি আমরা।’ স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ১৩ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চমে অবস্থান করছে। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে। কিন্তু পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকার বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মেসি। তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে উন্নতি করছি।’ অ্যালাভেস, গেটাফে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়াটা উচিত ছিল বলে মনে করেন মেসি। পেছনের ভুলগুলো শোধরে নিয়ে সামনে ভালো ফুটবল খেলে লিগের শীর্ষস্থান দখল করতে চান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। তবে শীর্ষস্থান দখল করাটা কঠিনই হবে কাতালানদের জন্য।

অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ ছাড়াও এবার শিরোপার লড়াইয়ে আছে রিয়াল সুসিদাদ (১৫ ম্যাচে ২৬ পয়েন্ট) এবং ভিয়ারিয়াল (১৪ ম্যাচে ২৫ পয়েন্ট)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর