রবিবার মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপ শেষ হয়েছে। দুই দিন বিরতি দিয়ে আজ থেকেই দেশের ফুটবলে মর্যাদাকর আসর পেশাদার লিগের পর্দা উঠছে। উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। গত বছর লিগ মাঠে গড়ালেও করোনাভাইরাসে বাতিল হয়ে যায়। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, দুর্যোগের ওপর কারো হাত নেই। তাই এক মৌসুম থেকে লিগ হারিয়ে গেছে। এতে ফুটবল ও ফুটবলারদের ক্ষতি হয়েছে। আশা করি এবার লিগ শেষ করা যাবে।
ফেডারেশন কাপের পর স্বল্প সময়ে লিগ শুরু করায় বাফুফে ধন্যবাদ পেতেই পারে। কেননা সিডিউল মিস করলে তারাই সমালোচিত হতো। তবে ফুটবল বিশ্লেষকরা মনে করেন আর কদিন পর লিগ শুরু করা যেত। অন্য সময়ের চেয়ে এবারের বিষয়টা পুরোপুরি ভিন্ন। গত বছর লিগ না হওয়ায় অনেক খেলোয়াড়ই অলস সময় পার করেছে। তারপর আবার পুরোপুরি ফিট না হয়ে ফেডারেশন কাপ খেলেছে। একটু বিশ্রামে থাকলে তাদের জন্য সুবিধা হতো। বিশেষ করে বসুন্ধরা কিংসকে এক সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ খেলতে হচ্ছে। লিগের আগে তারা ঠিক মতো ওয়ার্ম আপই করতে পারেনি। বিশ্রাম ছাড়া মাঠে নামা মানে ইনজুরির শঙ্কা থাকা।
মূলত বিদেশিরাই পার্থক্য গড়ে দিলেও স্থানীয়রাও জ্বলে উঠছে। বসুন্ধরা, ঢাকা আবাহনী, সাইফ ও শেখ রাসেল এ চারটিই দলই শক্তি দিক দিয়ে এগিয়ে। কিন্তু শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী কিংবা ঢাকা মোহামেডানও রেসে থাকলে অবাকের কিছু হবে না। কিংসের কোচ অস্কার তো বলেই দিয়েছেন এবার লিগ হবে বড় চ্যালেঞ্জের। ঢাকা ছাড়াও এবার লিগ হবে গাজীপুর, নরসিংদী, কুমিল্লা ও মুন্সীগঞ্জে।