সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশেষ জার্সি পরে খেলবেন তামিমরা

ক্রীড়া প্রতিবেদক

গত বছর ফেব্রুয়ারির পর প্রায় ১১ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও দেশের ক্রিকেট ফিরেছে মাঠে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ক্রিকেটাররা। এখন অপেক্ষা শেষ হওয়ার পালা। ২০ জানুয়ারি মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরা। মাঠের লড়াইয়ে নামার শেষ প্রস্তুতিটা নিয়ে ফেলছে তামিম বাহিনী। বিসিবিও প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাকে স্মরণীয় করে রাখতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী উপলক্ষে সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ’। জন্মশতবার্ষিকী ছাড়াও ২০২১ সাল বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। এই দুটি উপলক্ষকে সামনে রেখে চলতি সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরে ম্যাচ খেলবে। জার্সিতে দুটি বিষয়ই ফুটিয়ে তোলা হবে। গতকাল এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান আকরাম খান, ‘দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররাও এটাতে সম্পৃক্ত হতে যাচ্ছি। স্বাধীনতার ৫০ বছর এবার। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।

জার্সিটা করছি আমাদের জাতীয় পতাকার মতো এবং সবুজ ও লাল দিয়ে। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে, সেটা ওখানে তুলে ধরেছি। মুক্তিযুদ্ধে বিজয়ের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছে সেটা এবং স্মৃতিসৌধ থাকছে। আশা করছি জার্সিটি সবার ভালো লাগবে।’

সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। পরের দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ওয়ানডে মিরপুরে এবং শেষটি চট্টগ্রামে।

সর্বশেষ খবর