মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আজ

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত আজ

স্ক্যান রিপোর্টে সবুজ সংকেত পাওয়ার পর অনুশীলনে নামেন সাকিব আল হাসান। হাফ ছেড়ে বাঁচে টিম ম্যানেজমেন্ট। সাকিবকে কেন্দ্র করেই ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। স্কোয়াডে থাকার পরও সাকিব কি খেলতে পারবেন চট্টগ্রাম টেস্টে?

কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচক হাবিবুল বাশার দুজনেই আশাবাদী। তারা জানিয়েছেন, ফিট সাকিবকেই পাওয়া যাবে টেস্টে। অবশ্য সাকিবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ টিম মিটিংয়ে বসবেন কোচ, অধিনায়ক ও নির্বাচক প্যানেল। সেখানে শতভাগ ফিট সাকিবকে পেলেই খেলতে দেখা যাবে। 

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে সাকিবের। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। কুঁচকিতে টান পড়ার পর স্ক্যান করা হয়। তিনদিন ফিজিওর নজরে ছিলেন। শনিবার রিপোর্ট হাতে পাওয়ার পর অনুশীলনে নামেন সাকিব। এক ঘণ্টার মতো ব্যাটিং করেন সেন্টার উইকেটে। বোলিংও করেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট পুরোপুরি নিশ্চিত হতে পারছে না সাকিবের ফিটনেস নিয়ে। গতকাল ডমিঙ্গো বলেন, ‘সাকিবের প্রস্তুতিটা খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুঁচকিতে চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে। এখনো সে শতভাগ ফিট নয়। হাতে একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী সে প্রথম টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট হয়ে যাবে।’

হেড কোচের মতো আত্মবিশ্বাসী নির্বাচক বাশারও, ‘সাকিব পুরোপুরি ফিট। আমরা আশাবাদী সে টেস্ট খেলবে।’

সর্বশেষ খবর