রবিবার, ৬ জুন, ২০২১ ০০:০০ টা

নেইমার জাদুতে ব্রাজিলের জয়

ক্রীড়া ডেস্ক

নেইমার জাদুতে ব্রাজিলের জয়

ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমার জাদুতে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গতকাল পোর্তো আলেগ্রির বেইরা রিও স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে সিলেকাওরা। নেইমার পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি অপর গোলে এসিস্ট করেছেন। ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে বেশ কিছুদিন আগেই নেইমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তালিকায় ধীরে ধীরে তিনি শীর্ষস্থানের দিকে এগিয়ে চলেছেন। পেলেকে (৭৭) স্পর্শ করতে আর মাত্র ১২টি গোল প্রয়োজন নেইমারের। ইকুয়েডরের বিপক্ষে তিনি জাতীয় দলের জার্সিতে ৬৫তম গোলটি করেছেন গতকাল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোলটি করেন নেইমার। এরও আগে ম্যাচের ৬৫তম মিনিটে রিচার্লিসনের গোলে এসিস্ট করেন ব্রাজিলিয়ান এই তারকা।

ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর নিজেদের দেশে অনুষ্ঠেয় কোপা আমেরিকার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তিনি বলেন, ‘কোপা আমেরিকার বিপক্ষে আমাদের অবস্থান সবাই জানে। এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাই না। এখন আমরা মনোযোগ হারাতে চাই না। কারণ, আমরা বিশ্বকাপের ম্যাচ খেলছি।’ প্যারাগুয়ে ম্যাচের পর ব্রাজিলের ফুটবলাররা নিজেদের চূড়ান্ত অবস্থান ঘোষণা করবেন বলে জানিয়েছেন কাসেমিরো।

সর্বশেষ খবর