মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

ইংল্যান্ডের সামনে চেক প্রাচীর

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের সামনে চেক প্রাচীর

ফুটবলে চেক প্রজাতন্ত্রের আগের জৌলুস অনেকটাই হারিয়ে গেছে। চেকোস্লোভাকিয়া ভাঙার আগে তারা ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৭৬ সালে। তবে পুরনো গৌরব ফিরিয়ে আনার ইঙ্গিতই দিচ্ছে তারা। এবারের ইউরো কাপে প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে চেকরা। স্কটল্যান্ডকে হারিয়েছে ২-০ গোলে। ১-১ ব্যবধানে ড্র করেছে ক্রোয়েশিয়ার সঙ্গে। প্রতিপক্ষের সামনে প্রাচীরের মতোই বাধা হয়ে দাঁড়াচ্ছেন চেক ডিফেন্ডাররা। আজ ইউরো কাপে ডি গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড এই চেক প্রাচীরেরই মুখোমুখি হচ্ছে।

ইউরো কাপে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। ড্র করেছে স্কটল্যান্ডের সঙ্গে। নকআউট পর্বে খেলতে হলে আজ অন্তত ড্র করতেই হবে ইংলিশদের। তবে গ্রুপের শীর্ষে থেকে নকআউটে খেলতে চাইলে ম্যাচটা জিততে হবে হ্যারি কেইনদের। এবারের ইউরো কাপে তেমন আলো ছড়াতে পারছেন না গত বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা হ্যারি কেইন। ইংলিশ অধিনায়কের পারফরম্যান্স সম্পর্কে ইংলিশ কোচ সাউথগেট বলেন, ‘গত বিশ্বকাপে হ্যারি কেইন অসাধারণ পারফরম্যান্স করেছে। আমাদের উচিত তাকে কিছু সময় দেওয়া। তাছাড়া আমাদের হাতে ভালো বিকল্প আছে।’ ইংল্যান্ড এবার ইউরো কাপে কেবল একটাই গোল করেছে (স্টারলিং)। স্কটল্যান্ডের বিপক্ষে কোনো গোলই পায়নি। চেক প্রজাতন্ত্রের গতি সামলে হ্যারি কেইনরা কাক্সিক্ষত গোল করতে পারবেন কি না বলা কঠিন। তবে ইংলিশ কোচ আশাবাদী। তিনি হ্যারি কেইনকে ঘিরেই আবারও পরিকল্পনা করছেন। সাউথগেট বলেন, ‘হ্যারি কেইন কেবল গোল করার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং খেলাটাকে সামনে এগিয়ে নিতেও বড় ভূমিকা রাখে।’

ডি গ্রুপে আজ অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড- ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপের ফাইনালিস্টরা বিপদেই আছে। আজ ইংল্যান্ড-চেক প্রজাতন্ত্র ম্যাচ ড্র হলে বিপদ আরও বাড়বে ক্রোটদের। সেক্ষেত্রে বড় ব্যবধানে জিততে হবে তাদেরকে।

দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে ক্রোয়েশিয়া। আজ চেক প্রজাতন্ত্র হারলে অন্যদিকে ক্রোয়েশিয়া বড় ব্যবধানে জিতলে দুইয়ে থেকে সরাসরি নকআউট পর্ব খেলতে পারবেন লুকা মডরিচরা।

সর্বশেষ খবর