সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ডমিঙ্গোর সঙ্গে চুক্তি বাড়ছে

ক্রীড়া প্রতিবেদক

ডমিঙ্গোর সঙ্গে চুক্তি বাড়ছে

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ। মূল পর্বের আগে ওমানে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে পরপরই মেয়াদ শেষ হওয়ার কথা টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে। গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তেমনই ইঙ্গিত দিয়েছেন, ‘এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ডমিঙ্গোর মেয়াদ এই বিশ্বকাপ পর্যন্ত। এখন চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদিও এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আমরা তাঁকে জানাইনি। আমরা নিজেদের মধ্যে আলোচনাও করিনি।’ ডমিঙ্গোর সঙ্গে বিসিবি চুক্তি করে ২০১৯ সালের আগস্টে। এই মাসে দুই বছর পূরণ হচ্ছে। শেষ হবে তার দুই বছরের মেয়াদ। তার সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে আরও এক বছর। নুতন করে বেড়ে মেয়াদ হবে ২০২২ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেবারিট হয়েও হেরে যায় টেস্ট সিরিজ। এছাড়া পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের রেকর্ডও রয়েছে। অবশ্য জিতেছেন জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার বিপক্ষেও। টেস্ট হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবীয়দের বিপক্ষে। হারিয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকেও। সম্প্রতি সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে।

সর্বশেষ খবর