শিরোনাম
মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোচ গোবিনাথন

ক্রীড়া প্রতিবেদক

আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। ঢাকায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে বাংলাদেশ। এবারই প্রথম খেলবে বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্টে। এজন্য হকি ফেডারেশন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল মাহবুব হারুনকে। কিন্তু শারীরিক অসুস্থার জন্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন হারুন। ফলে মালয়েশিয়ার ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। গোবিনাথন এর আগেও বাংলাদেশ হকি দলের কোচ ছিলেন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন, ‘গোবিনাথনকেই জাতীয় কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। সভাপতি মহোদয় বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে কথা বলে গোবিনাথনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ ১৬ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচটি পেছানোর জন্য এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে আবেদন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

গোবিনাথন বিকেএসপির হকির উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যাম্প শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী ২/৩ দিনের ভিতর জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবে। এখন প্রিমিয়ার লিগ হকি চলছে। লিগ শেষে জাতীয় দল চলে যাবে বিকেএসপিতে। টুর্নামেন্ট শুরুর আগপর্যন্ত বিকেএসপিতেই অনুশীলন করবে হকি দল।

সর্বশেষ খবর