এগিয়ে থেকেও চট্টগ্রাম টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। আজ থেকে শুরু মিরপুর টেস্ট। চট্টগ্রামের ভুলগুলো শুধরে মিরপুরে জয়োৎসবে মাততে চান বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। এ স্বপ্ন দেখার আত্মবিশ্বাস পেয়েছেন ৫৮ টেস্টে ২১৫ উইকেট ও ৩৯৩৩ রান করা সাকিব আল হাসান ফেরায়। বিশ্বসেরা অলরাউন্ডার প্রথম টেস্ট খেলেননি ইনজুরির জন্য। ফিরেছেন তাসকিন আহমেদও। ডান হাতি ফাস্ট বোলারকে নাও পেতে পারেন মুমিনুল। সাকিব ফেরায় শুধু টাইগার টেস্ট অধিনায়ক নন, গোটা দলই উজ্জীবিত। পাকিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই উদ্যমী ক্রিকেট খেলবেন মুমিনুল। সাকিবের ফেরায় আত্মবিশ্বাসী মুমিনুল টেস্টের প্রথম এক ঘণ্টাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন।
সাকিবের নেতৃত্বে, সঙ্গী হয়ে অনেক টেস্ট
খেলেছেন মুমিনুল। কিন্তু অধিনায়ক হিসেবে মাত্র দুটি টেস্টে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। ২০১৯ সালে সাকিবের নিষেধাজ্ঞার পর টেস্ট নেতৃত্ব পান মুমিনুল। এরপর ১০ টেস্টে নেতৃত্ব দেন। মাত্র দুটি টেস্টে পেয়েছেন সাকিবকে। আজ শুরু টেস্টে সাকিবকে পেয়ে আত্মবিশ্বাসী মুমিনুল সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানান, ‘সাকিব ভাই দলে এলে সব কিছু একটু সহজ হয়। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। উনি এলে, অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং ও বোলিং খুব গুরুত্বপূর্ণ।’
করতে হবে। তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। পেশাদারদের যদি ধানখেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে।’