স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে জাতি। এমন গৌরবের সময় ঢাকা আবাহনী স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হলো। ট্রফিতে ভরপুর আবাহনী। তবুও দেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে স্বাধীনতা কাপ জেতাটাও বড় প্রাপ্তি। শিরোপা জেতায় খেলোয়াড়দের ২৫ লাখ টাকার বোনাসের ঘোষণা দিয়েছেন ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এমপি। ক্লাবের সুখ-দুখের সঙ্গী সাবেক তারকা ফুটবলার সত্যজিত দাশ রূপু দীর্ঘদিন ধরে ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে অনেক ট্রফি জয়ের সঙ্গী হয়েছি। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা কাপ জয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি। এ ট্রফি জিতে আবাহনী ইতিহাসের অংশ হয়ে গেল।’
১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের হাত ধরেই আবাহনীর যাত্রা। দেখতে দেখতে জনপ্রিয় এ ক্লাবটি ৫০ বছরে পা দিচ্ছে। আগামী বছরই আবাহনী সুবর্ণজয়ন্তীর উৎসব করবে। স্বাধীনতা কাপ জিতেছে। এখন টার্গেট ফেডারেশন কাপ ও পেশাদার লিগ। রূপু বলেন, ‘সবার প্রচেষ্টায় দীর্ঘদিন পর স্বাধীনতা কাপে আবাহনী হারানো গৌরব উদ্ধার করেছে। আমরা চাইব তিন শিরোপা জিতে সুবর্ণজয়ন্তীকে রাঙাতে। মৌসুমের প্রথম শিরোপা অনুপ্রেরণা জাগাবে। তবে কঠিন মিশনে আমাদের সেরাটাই দিতে হবে।’