শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

উৎসবে ভাসছেন মারিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

উৎসবে ভাসছেন মারিয়ারা

বিজয়ের মাসে অনূর্ধ্ব-১৯ সাফ শিরোপা জিতে খুশিতে আত্মহারা খেলোয়াড়রা। স্টেডিয়ামে উৎসব শেষ করে মারিয়া, রিপা, আঁখিরা আসেন হোটেলে। সেখানে ডিজে ব্রাভোর চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন নাচে, গানে শিরোপা বিজয়ীরা আনন্দে মেতেছিলেন রাতজুড়ে। অনেকে আবার শীতের রাতে একে অপরের সঙ্গে রং মাখামাখিও করেছে। কেউ কেউ আবার আনন্দে-আবেগে কাঁদছেন। এ এক অভূতপূর্ব দৃশ্য। এ দৃশ্য অবশ্য নতুন নয়, বার বার শিরোপা জেতায় উৎসবটা যেন মেয়েদের অভ্যাসে পরিণত হয়েছে।

কোচ ছোটন বলেন, ‘এমন উৎসব দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি। যে কোনো টুর্নামেন্টে মেয়েরা অতিরিক্ত পরিশ্রম করে। তারাই বলে পরিশ্রম না করলে জিতব কীভাবে? মেয়েরা আমাকে কথা দিয়ে বলেছিল করোনা আমাদের উৎসব থামিয়ে দিয়েছে। এবার শিরোপা জিতে বিজয় দিবস রাঙাতে চাই। ঠিকই ওরা কমিটমেন্ট রক্ষা করেছে। শিরোপার জন্য কাউকে আমি একক কৃতিত্ব দিতে চাই না। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।’

শহিদুর রহমান শান্টু, আবু ইউসুফের মতো তারকা ফুটবলার নারী দলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। তখন সাফল্যের খাতা ছিল শূন্য। ছোটন দায়িত্ব নেওয়ার পরই নারী দলের শুধু চেহারাই বদল হয়নি, সাফল্যের দিক দিয়ে পুরুষদের চেয়েও অনেক এগিয়ে গেছে। ছোটন টানা এক যুগ ধরে নারী দলের কোচ। এত বছরে পুরুষ দলে অনেক কোচ বদল হয়েছে। কিন্তু ছোটন ঠিকই টিকে আছেন। থাকবেই না কেন? নারী দলের আজ যে অবস্থান তা তার হাত ধরেই। আটটি শিরোপা এনে দিয়েছেন দেশকে। অথচ ১২ বছরে পুরুষ দলের সাফল্য বলতে ২০১০ এসএ গেমস ও ২০১২ সালে বয়সভিত্তিক শিরোপা। জাতীয় দল দেড় যুগ ধরেই শিরোপাবঞ্চিত।

ছোটন বলেন, ‘বছরটা শেষ করলাম শিরোপা দিয়ে। নতুন বছরে অনেকগুলো টুর্নামেন্ট। আমাদের লক্ষ্য একটা আরও সামনে এগিয়ে যাওয়া।’ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, সত্যিই আনন্দিত।  বিজয়ের মাসে শিরোপা উপহার দিয়েছে মেয়েরা। তারা দেশকে আরও সাফল্য এনে দেবে এটাই আমার প্রত্যাশা। মারিয়া মান্ডাকে ভাগ্যবানই বলতে হয়। তিনি ধাপে ধাপে শিরোপা জিতেছেন। প্রথমে ১৪, ১৫, ১৬, ১৮ ও অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়ক হয়েই দেশকে শিরোপা উপহার দেন। তিনি বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল আমরাই করব জয়। সফল হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিনন্দন জানিয়েছেন। সামনে যা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ছোটন স্যারের প্রশিক্ষণে আমরা এতদূর এসেছি। জুনিয়রদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। লক্ষ্য এখন বড়দের সাফ জেতা।’

জুনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ খেলেই আলো ছড়ালেন ১৬ বছরের মেয়ে শাহেদা আক্তার রিপা। তিন ম্যাচ খেলেই নজর কেড়েছেন। তিন ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন রিপা। শুধু তাই নয়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। রিপা বলেন, ‘সেরা খেলোয়াড়দের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। তার চেয়ে বড় জাতিকে বিজয়ের মাসে শিরোপা উপহার দেওয়া।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর