শিরোনাম
বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মাহমুদুলের আঙুলে তিন সেলাই

ক্রীড়া প্রতিবেদক

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শুরুর আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে আঙুলে আঘাত পান মাহমুদুল হাসান জয়। পরে জানা যায়, তার আঙুলে তিনটি সেলাই দিতে হয়েছে। এই টেস্টে আজ ব্যাটিং করার সম্ভাবনা তো নেই, তাকে ৭ থেকে ১০ দিন থাকতে হবে বিশ্রামে। তাই মাহমুদুলের জায়গায় অভিষেক হতে পারে মোহাম্মদ নাঈম শেখের। এছাড়া অবশ্য বিকল্পও নেই।

নির্বাচক হাবিবুল বাশার মিডিয়াকে বলেছেন, ‘নাঈম শেখ তো তৃতীয় ওপেনার হিসেবে গিয়েছে। জয়ের এখনো পুরো রিপোর্টটা পাইনি। সে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কিনা জানি না। সময় তো খুব বেশি নেই। আমরা জানি নিউজিল্যান্ডে রিপ্লেসমেন্ট পাঠিয়ে কোনো লাভ নেই। কোয়ারেন্টাইনের বিষয় আছে। তাই জয় না খেললে ও খেলবে।’

এদিকে এক ভিডিও বার্তায় ফিজিও বায়োজিদ ইসলাম বলেন, ‘মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর তিন ও চার নম্বর আঙুলের মাঝে একটি ইনজুরি হয়েছে। আমাদের ডাক্তার এখানে যিনি ছিলেন তিনি সেটাকে সেলাই করে দিয়েছেন। তিনটি সেলাই পড়েছে ওর হাতে। ৭-১০ দিন ওকে আমরা পর্যবেক্ষণে রাখছি। ওষুধ দিয়ে দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর