তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব টানা দুই ম্যাচে জয় পেল। পেশাদার ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে জয়ে শুরু করে। হারায় উত্তর বারিধারাকে। গতকাল দাঁড়াতেই দেয়নি মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে। ৩-০ গোলে হারায়। টঙ্গী শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে ম্যাচে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করতে থাকে শেখ জামাল। লাগাতার আক্রমণে মুক্তির রক্ষণভাগ ভেঙে তছনছ হয়ে যায়। ২০ মিনিটে গোলের দেখা পায় শেখ জামাল। অধিনায়ক সুলেমান কিং গোলটি করেন। আক্রমণের ধার আরও বেড়ে যায়। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিনে ডু ম্যাথিউ। দ্বিতীয়ার্ধ্বের ১০ মিনিটে পুনরায় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
মৌসুমে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। মুন্সিগঞ্জ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তারা পুলিশের সঙ্গে ১-১ ড্র করে মূল্যবান ২ পয়েন্ট হারায়। ভাগ্য ভালো বলতে হয় আবাহনী ম্যাচ হারেনি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৭৭ মিনিটে ডেনিনসনের গোলে পুলিশ এগিয়ে যায়। ৯৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান প্রথমার্ধে পেনাল্টি মিস করা ডুরিয়েনটন।