একের পর এক ম্যাচ জিতেই চলেছে ফরচুন বরিশাল। টানা চার ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল মাত্র ১৯ বলে ৩৮ রানে ঝড়ো ইনিংস খেলার পর সাকিব বল হাতে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। গতকাল সিলেটকে ১২ রানে হারিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করে ১৯৯ রান করে তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানে আটকে যায় সিলেটের ইনিংস। বরিশালকে শক্ত হাতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।