বয়স ৪৩-এর কোঠায়। ক্রিস গেইলের ব্যাটিংয়ে আর আগের মতো উচ্ছ্বাস নেই। তার পরও ইউনিভার্স বস বরিশালের জার্সিতে টানা খেলে যাচ্ছেন, কিন্তু কোনো হাফ সেঞ্চুরি নেই, তা কী করে হয়! অবশেষে গতকাল ৫১ রানের ইনিংস খেললেন গেইল। ৪৫ বলে করেছেন ৫১ রান। গেইলের সঙ্গে ওপেন করতে নেমে ঝড়ো গতিতে হাফ সেঞ্চুরি করেছেন ফরচুন বরিশালের তরুণ তারকা মুনিম শাহরিয়ারও।