চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে অ্যাসেজে পুরোপুরি বিধ্বস্ত হয় ইংল্যান্ড। ব্যর্থতার দায়ভার নিয়ে নিজ থেকে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টেস্ট ম্যাচ সিরিজে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পল কলিংউড।