শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

টাইগাররা আফ্রিকা যাচ্ছেন আজ

ক্রীড়া প্রতিবেদক

টাইগাররা আফ্রিকা যাচ্ছেন আজ

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার পর থেকেই সাকিব নাটকের শুরু। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানসিক ক্লান্তির জন্য আফ্রিকা সফর থেকে বিরতি চেয়েছেন। অথচ বিসিবি চেয়েছে সাকিব যেন আফ্রিকা সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজে অংশ নেন। কিন্তু সাবেক অধিনায়ক কোনোভাবেই সফরে রাজি হচ্ছিলেন না। সাবেক অধিনায়কের অনুরোধে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিরতি দিয়েছে ক্রিকেট বোর্ড। তাকে ছাড়াই আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার পরিবর্তে ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিবি। আজ দুই ধাপে ঢাকা ছাড়বে তামিম ইকবালের ওয়ানডে দল। পরের দিন যাবে মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট স্কোয়াড। সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে যাবে ৮ ক্রিকেটার। রাত ১১টায় যাবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহসহ ওয়ানডের বাকিরা। পরের দিন যাবেন মুমিনুলরা। ক্রিকেটাররা যাবেন দোহা হয়ে জোহানেসবার্গে। সেখানে গ্যারি কার্স্টেন একাডেমীতে অনুশীলন করবেন টেস্ট স্কোয়াড।

চতুর্থবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। এই প্রথম আফ্রিকায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবেন মুমিনুলরা। সর্বশেষ টাইগাররা আফ্রিকা সফর করেছিল ২০১৭ সালে। হোয়ইটওয়াশ হয়েছিল টেস্ট ও ওয়ানডে সিরিজে। এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ডকাপ সুপার লিগ খেলতে ভারত মহাসাগরের পাড়ের দেশটিতে সফর করছে। সফরে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে। ১৮ মার্চ সেঞ্চুরিয়ান, ২০ মার্চ জোহানেসবার্গ ও ২৩ মার্চ সেঞ্চুরিয়ানে ওয়ানডে খেলবে তামিম বাহিনী। ৩০ মার্চ-৩ এপ্রিল ডারবানে প্রথম টেস্ট ও ৭-১১ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে পোর্ট এলিজাবেথে।

সর্বশেষ খবর