রবিবার, ৫ জুন, ২০২২ ০০:০০ টা

চারে ‘ফ্যান্টাস্টিক’ তামিম!

ক্রীড়া প্রতিবেদক

চারে ‘ফ্যান্টাস্টিক’ তামিম!

ব্যাটিং কোচ জেমি সিডন্স

ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২ টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে চার দফায় ঢাকা ছাড়ছেন ক্রিকেটাররা। শুক্রবার ঢাকা ছেড়েছে এক দল। আজ, কাল ও বুধবার যাবেন বাকিরা। সফরের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক হয়েছেন দেশসেরা ক্রিকেটার। ছন্দ হারিয়ে ফেলা মুমিনুল হকের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি। গতকাল অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখিতে সাকিবের অধিনায়কত্ব ও তামিমের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেন। স্পষ্ট করেই জানিয়েছেন অধিনায়ক হতে হলে সাকিবকে নিয়মিত খেলতে হবে, ‘সাকিব যদি অধিনায়কত্ব করতে চায়, তাহলে তাকে নিয়মিত খেলতে হবে। আমি মনে করি, অধিনায়ক হয়ে সে খুবই রোমাঞ্চিত। এবার তার অধিনায়কত্বে এমন কিছু  দেখতে পাব, যা আগে দেখিনি।’ দেশসেরা ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিমকে মিডল অর্ডারে ব্যাটিং চান ব্যাটিং কোচ। সিডন্স মনে করেন তামিম হতে পারেন চার নম্বরের আদর্শ ব্যাটার, ‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করছে না, এমন কাউকে আমরা ওপরে ঠেলে দিতে পারি না। আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। তামিমকে ৪ নম্বরে খেলাতে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে তামিম ‘ফ্যান্টাস্টিক’ হতে পারে।’

৬৭ টেস্টের ১২৮ ইনিংসে তামিম রান করেছেন ৪৯৮১। ২২৫ ওয়ানডের ২২৩ ইনিংসে করেছেন ৭৮২৬ রান এবং ৭৮ টি-২০ ম্যাচে ৭৮ ইনিংসে রান করেছেন ১৭৫৮। ১৫ বছরের ক্যারিয়ারে তামিম ৩৭০ ম্যাচের ৪২৯ ইনিংসে একবার মাত্র ওপেন করেননি তামিম। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পচেফস্ট্রম টেস্টে স্বাগতিকের ইনিংসের শেষ সময় ফিল্ডিং করতে পারেননি। তাই নিয়ম মেনে ৫ নম্বরে ব্যাটিং করেছিলেন। রান করেছিলেন ৩৯। দুরন্ত ফর্মে থাকা তামিমকে ৪ নম্বরে ব্যাটিং করানোর কথা ভাবছেন ব্যাটিং কোচ, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে নিচের দিকে ব্যাটিংয়ের সুযোগ পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। অবশ্য তার আগে একজন ওপেনার খুঁজে বের করতে হবে!’

সাকিব প্রথমবার অধিনায়ক হন ২০০৯ সালে। সেবার জাতীয় দলের হেড কোচ ছিলেন সিডন্স। ২২ বছর বয়সী সাকিব এবং ২০২২ সালে দায়িত্বপ্রাপ্ত ৩৫ বছর বয়সী সাকিবের নেতৃত্বগুণের পার্থক্য দেখেছেন টাইগারদের বর্তমান ব্যাটিং কোচ। গতকাল মাহমুদুল্লাহ, মুনিম শাহরিয়ারদের নিয়ে ইনডোরে ব্যাটিং অনুশীলনের পর মিডিয়াকে জানান সাকিব অধিনায়ক হওয়ায় দুটি ইতিবাচক দিক রয়েছে, ‘সাকিব অধিনায়ক হওয়ায় দুটি ইতিবাচক দিক আছে। সাকিব খুব ভালো অধিনায়ক। খেলা নিয়ে দারুণ পরিকল্পনা করতে পারে। সে ধারাবাহিক পারফরমার।

যে কারণে দলের সবাই তাকে অনুসরণ করেন। আমি মনে করি, অধিনায়ক হিসেবে সে দারুণ কিছু করবে। আরেকটি ভালো দিক, মুমিনুল এখন তার ব্যাটিংয়ে মনোযোগী হতে পারবে। সে বেশ কিছুদিন ধরে রান পাচ্ছিল

না। এখন সে ব্যাটিংয়ে শতভাগ মনোযোগ দিতে পারবে। ওর পারফরম্যান্সটা আমাদের দরকার।’

টাইগারদের সফর শুরু টেস্ট সিরিজ দিয়ে। ১৬-২০ জুন এন্টিগায় প্রথম টেস্ট, ২৪-২৮ জুন দ্বিতীয় টেস্ট গ্রস আইলেটে। ২ ও ৩ জুলাই রসেউতে প্রথম ও দ্বিতীয় টি-২০ এবং ৭ জুলাই প্রোভিডেন্সে তৃতীয় টি-২০। প্রোভিডেন্সে ওয়ানডে তিনটি ১০, ১৩ ও ১৬ জুলাই।

সর্বশেষ খবর