বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

ক্যারিবীয় সফরে ভালো কিছুর আশা মিরাজের

‘আমরা নিউজিল্যান্ডের কন্ডিশনে সেটা করে দেখিয়েছি। এমন নয়, আমরা পারি না। আমাদের এখন খারাপ সময় যাচ্ছে। তবে সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।’

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। আগের দুবারের মতো এবারও সাদা পোশাকে অধিনায়ক সাকিবের অভিষেক হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। দেশসেরা ক্রিকেটার শুধু টেস্ট খেলবেন না, ওয়ানডে ও টি-২০ সিরিজেও অংশ নিবেন। পরশু মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে মিলিত হতে ঢাকা ছেড়েছেন সাকিব। সাকিবের দিনে রাতে ঢাকা ছেড়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলি, ব্যাটিং কোচ জেমি সিডন্স, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটসহ বেশ কয়েকজন। ঢাকা ছাড়ার আগে স্পিন অলরাউন্ডার মিরাজ আশার কথা শুনিয়েছেন দেশবাসীকে। জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরের মতো এবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো কিছু করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ক্যারিবীয় সফরে টাইগাররা ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলবে।

স্পিন অলরাউন্ডার মিরাজ ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখিতে ক্যারিবীয় সফরে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন, ‘টেস্টে হয়তো আমরা সাম্প্রতিক সময়ে ভালো করছি না, কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব। এই বিশ্বাস আমাদের আছে। আমরা নিউজিল্যান্ডের কন্ডিশনে সেটা করে দেখিয়েছি। এমন নয়, আমরা পারি না। আমাদের এখন খারাপ সময় যাচ্ছে। তবে সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।’ আঙ্গুলের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। এখন পুরোপুরি সুস্থ। ক্যারিবীয় সফরে নিজেকে ফিরে পাওয়ার লড়াইও মিরাজের। স্পিন অলরাউন্ডার মিরাজও প্রস্তুত নিজেকে প্রমাণের, ‘সর্বশেষ সিরিজে ইনজুরির জন্য খেলতে পারিনি। কিন্তু ভালো রিকোভারি করতে পেরেছি। বিসিবির মেডিক্যাল বিভাগ খুব ভালো কাজ করেছে। তাদের সূচি অনুযায়ী কাজ করেছি। এখন অনেক ভালো আছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের জয় ৪টি এবং হার ১২টি, ড্র ২টি। ৪১ ওয়ানডেতে তামিমদের জয় ১৮ এবং হার ২১টি।

একটি ম্যাচে কোনো ফল হয়নি। টি-২০ ক্রিকেটে ১৩ ম্যাচে জয় ৫ এবং হার ৭টি। একটিতে কোনো ফল হয়নি। টাইগারদের সফর শুরু ১৬-২০ জুন এন্টিগায় প্রথম টেস্ট ম্যাচ দিয়ে।

সর্বশেষ খবর