গুলশান অল কমিউনিটি ক্লাবে গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন-সনি র্যাংগস লিমিটেড টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ এবং বাংলাদেশ প্রতিদিন-রাসেল ইন্ডাস্ট্রিজ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ কুইজের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের এবং রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাশার ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং র্যাংগস ইলেক্ট্রনিক্সের ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল ইসহাক, ওসমান গনি, ইরতেজা বিন আমিন, মো. শফিকুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মিন্টু পাল, গোলাম মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ মামুন রানা। নঈম নিজাম তাঁর বক্তব্যে ধন্যবাদ জানান প্রধান অতিথি পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ স্পনসর কোম্পানিকে, ‘ধন্যবাদ পানি সম্পদ মন্ত্রী ও সাবেক ছাত্রনেতা ও আমার বন্ধু এনামুল হক শামীমকে।’ তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ প্রতিদিন।’
অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছে। সাদাকে সাদা, কালোকে কালো বলে থাকে। সে কারণে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকে পৌঁছাতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি গ্রাম এমনকি চর এলাকাতেও পাঠকের হাতে হাতে বাংলাদেশ প্রতিদিন পাওয়া যায়। যথাযথ সংবাদ পরিবেশনের কারণেই পত্রিকাটি জনপ্রিয়তা পাচ্ছে।’
বাংলাদেশ প্রতিদিন-সনি র্যাংগস কুইজের প্রথম পুরস্কার সনি ৪৩ ইঞ্চি টিভি পেয়েছেন আরাফাত খান, দ্বিতীয় পুরস্কার র্যাংগস ৪০ ইঞ্চি টিভি পেয়েছেন নুরুল আহাদ, তৃতীয় পুরস্কার র্যাংগস ৩২ ইঞ্চি টিভি পেয়েছেন মোশাররফ হোসেন এবং চতুর্থ পুরস্কার র্যাংগস দেশীয় কারাওকে/র্যাংগস সাউন্ড বার পেয়েছেন হাবিবুল্লাহ।
রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (লিফান) প্রথম পুরস্কার ১০০ সিসি মটর সাইকেল পেয়েছেন নুসরাত ও দ্বিতীয় পুরস্কার ৮০ সিসি মটর সাইকেল পেয়েছেন লামিয়া।