বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এসএসসি পরীক্ষা না দিয়ে সাফ ফুটবলে

ক্রীড়া প্রতিবেদক

এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না আট ফুটবলারের। ৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে লড়তে বাংলাদেশের যুবারা শুক্রবার ঢাকা ছাড়ছে। ৫ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ। কিন্তু মাঠে নামার আগে আলোচনায় তুঙ্গে দলটি। কেননা টুর্নামেন্টে খেলায় আট ফুটলারের এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না। যা বিরল ঘটনায় বলা যায়। গতকাল ২৩ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক ইমরান খান, সিয়াম, অমিত, সিরাজুল ইসলাম, পারভেজ আহমেদ, রুবেল শেখ, সোহানুর রহমান, সজল ত্রিপুরা এরা এসএসসি পরীক্ষা দিতে পারছেন না। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেই তারা পরীক্ষা দিতে পারত। কিন্তু সব কিছু বিবেচনা করে তারা পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফাইনালে উঠলে খেলতে হবে ১৪ সেপ্টেম্বর। এ অবস্থায় ম্যাচ খেলেই পরের দিন দেশে ফিরে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। পরীক্ষা না দেওয়ার ব্যাপারে অধিনায়ক ইমরানের বক্তব্য হচ্ছে, ‘আমাদের লক্ষ্য জাতীয় দলে খেলা। সামনে আবার এএফসি বাছাই পর্ব। এত চাপ নিয়ে পরীক্ষা দেওয়া কী সম্ভব? তাই দেশের স্বার্থে এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে।’

সর্বশেষ খবর