রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সেই কাঠমান্ডুুতেই জামালদের চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

সাবিনা খাতুনরা সাফ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জিতেছে কাঠমান্ডুতে। নেপালের এই শহর শুধু নারী ফুটবলারদের জন্য নয় বাংলাদেশে ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। যে নেপালকে এর আগে কখনো হারাতে পারেনি ফাইনালে তাদের মাটিতে জয় পাওয়াটা গৌরবের। এখনো আনন্দে ভাসছে দেশ। সাবিনারা নেপালের মাটিতে শিরোপা জিতে ইতিহাস গড়েছে। সেই কাঠমান্ডুতেই এখন জামাল ভূঁইয়ারা। এর আগেও জামালের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল কাঠমান্ডুতে খেলে গেছে। কিন্তু এবারের আগমনটা অন্যরকম। মেয়েরা শিরোপা জেতার পর অল্পদিনের মধ্যে কাঠমান্ডুু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলবে জাতীয় পুরুষ দল।

২৭ সেপ্টেম্বর ফিফা স্বীকৃত প্রীতিম্যাচে লড়বে নেপালের মাটিতে। নেপালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জামালদের অতীত ফল মোটেই সুখকর নয়। এমনকি ঢাকাতেও নয়। নেপালের সামনে জিকোরা কেন জানি এলোমেলো হয়ে পড়ে। সাবিনারা যখন ইতিহাস গড়ে শিরোপা জিতেছে তখন প্রীতি হলেও ম্যাচটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ নিয়ে জামালরাও কিছুটা বিচলিত। আগামীকাল নেপালে অনুশীলনে নামবেন জাতীয় দলের ফুটবলাররা।

সর্বশেষ খবর