টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’, এরপর টানা দুই ম্যাচে ‘সেরা’। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জয়ের নায়ক সাকিব। টানা দুই ম্যাচে অলরাউন্ড পারফর্ম করলেন। ব্যাটে-বলে দাপট দেখাচ্ছেন। শেষ ম্যাচে বল হাতে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। তার ইনিংসে ৫টি বাউন্ডারি ছাড়াও ছিল ৩টি বিশাল ছক্কার মার।
প্রথমপর্বে শীর্ষে থাকা বারবাডোজ রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে সাকিবের দল। আগের দিনই ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানার জয়ে সাকিব বল হাতে ৩ উইকেট এবং ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান করেছিলেন।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দল যখন সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনের পাশাপাশি টি-২০ সিরিজ খেলছে তখন সাকিব সিপিএলে খেলছেন। সেখানেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন এই তারকা। সাকিবের দাপুটে পারফরম্যান্সে সিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে গায়ানা। অথচ এই দলটাই সাকিব যোগ দেওয়ার আগে ৬ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে ছিল তালিকার তলানিতে।