সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টানা দুই জয় শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক

নারী টি-২০ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সিলেট ক্রিকেট একাডেমি মাঠে দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। দ্বিতীয় ম্যাচে ডাক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে শ্রীলঙ্কা ১১ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ৭ দলের টুর্নামেন্টের দিনের প্রথম ম্যাচে ওমাইমা সোহেল ও তুবা হাসানের স্পিনে ২০ ওভারে ৯ উইকেটে ৫৭ রান করে মালয়েশিয়া। সর্বোচ্চ ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এলিসা হান্টার। ওমাইমা ৩টি ও তুবা ২ উইকেট নেন। ১১ ওভার হাতে রেখে পকিস্তান ম্যাচ জিতে ৯ উইকেটে। ম্যাচসেরা তুবা ৪ ওভারের স্পেলে ১৩ রানের খরচে নেন ২ উইকেট। মুনিবা আমিন ২৩ বলে ২১ ও সিদরা আমিন ২৩ বলে ৩১ রান করেন। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে। ম্যাচ সেরা হার্শিথা বিক্রমাসিংহে ৪০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। আমিরাতের ইনিংস শুরুর আগে বৃষ্টি শুরু হলে খেলা কার্টেল হয়। আমিরাতের টার্গেট দাঁড়ায় ১১ ওভারে ৬৬ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৫৪ রান তুলে হেরে যায় ম্যাচ।        

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর