সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

ক্রীড়া প্রতিবেদক

৬৪ বছর পর বিশ্বকাপে ওয়েলস

ওয়েলস সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৫৮ সালে। ২০১৮ সাল পর্যন্ত পরের ৬০ বছর শুধু দর্শক হয়ে দেখেছে বিশ্বকাপ। গ্যারেথ বেলের নেতৃত্বে ওয়েলস এবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ওয়েলসের। খেলাটি হবে বাংলাদেশ সময় রাত ১ টায়। ৬৪ বছর পর বিশ্বকাপে খেলতে নামার বিষয়টিকে খেলার চেয়েও বড় বলেন ওয়েলসের ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড, ‘এটা খেলার চেয়েও বেশি।’ ‘বি’ গ্রুপে ওয়েলসের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র্র। আজকের ম্যাচে গাণিতিক হিসেবে ফেবারিট যুক্তরাষ্ট্র্র। দলটি ফেবারিট ৩৯.৫ শতাংশ। ওয়েলসের সম্ভাবনা ৩১.২ শতাংশ। ড্রয়ের সম্ভাবনা ৩২.৩ শতাংশ। র‌্যাঙ্কিংয়ে ওয়েলস ১৯ নম্বরে। ওয়েলস একবারই বিশ্বকাপ খেলেছিল ১৯৫৮ সালে ষষ্ঠ হয়েছিল।

র‌্যাঙ্কিংয়ে ওয়েলসের চেয়ে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। দলটির অবস্থান ১৬ নম্বরে। যুক্তরাষ্ট্র সর্বশেষ বিশ্বকাপ খেলেনি। দলটির সর্বোচ্চ প্রাপ্তি তৃতীয়। ১৯৩০ সালে তৃতীয় হয়েছিল দেশটি। এবার নিয়ে ১১ বারের মতো বিশ্বকাপ খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

সর্বশেষ খবর