বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দ্য ম্যাজিশিয়ান

বহু আগেই তিনি জাদুকর উপাধি পেয়েছেন। ফুটবল নিয়ে যেসব কারিকুরি করে দেখান, জাদুকর না হলে তা কী করে সম্ভব! অনেক আগেই ফুটবল বিদ্বানরা বলেছেন, তিনি ভিনগ্রহের কেউ। এই গ্রহের বাসিন্দা হলে কি আর এমন ফুটবল খেলা যায়! আরও নানা মুনির নানা মত দিয়েছেন। উপাধি দিয়েছেন। কিন্তু সব উপাধিই কেমন যেন অচল হয়ে যায় তার জন্য। প্রতিটা ম্যাচে তিনি এমন কিছু মুহূর্ত উপহার দেন, আগের উপাধিগুলোকে মেয়াদোত্তীর্ণ বলেই মনে হয়। তাহলে উপায়! ফুটবলের রাজাধিরাজ, মহাসম্রাট হিসেবেই কি মেসিকে বেশি মানায় না!

কখনো ডি বক্সে ঢুকে ভিড়ের মধ্যেও ড্রিবলি করেন। অলৌকিক কোনো শক্তিতে মেসি যেন ফুটবলটাকে বস মানিয়ে নেন।

একসময় মেসির খেলা দেখে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি পেলে। ম্যারাডোনা এ দুনিয়া ছাড়ার আগে বহুবার বলেছেন, এই ছেলেটা আমার চেয়ে বহুগুণ ভালো খেলে। পাক্কা জহুরি ছিলেন ম্যারাডোনা। আজ পুরো ফুটবল দুনিয়া যা মেনে নিচ্ছে, ম্যারাডোনা তা বহু আগেই ঘোষণা করে গেছেন। মেসিই যে ফুটবল ইতিহাসের সেরা, এটা মানতে এখনো হয়তো কারও কারও দ্বিধা আছে। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করার উপায় আছে কী! ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মেসি আর্জেন্টিনাকে ২০১৪ সালে ফাইনালে নিয়ে গেছেন। এবারও ফাইনালে তুলে দিলেন। প্রায় একক নৈপুণ্যেই তো! পাঁচটা গোল করেছেন। তিনটা গোলে অ্যাসিস্ট করেছেন। এতটুকুতে থেমে থাকলে মহাসম্রাটের আসনে মেসির অভিষেকটা ঠিক মানানসই হয় না। এমন মহাঅভিষেকের জন্য আরও বেশি কিছুই প্রয়োজন। ধরুন, মেসির পায়ে বল। তিন দিক থেকে প্রতিপক্ষের তিনজন মুহূর্তেই হাজির। প্রথমে তারা মেসির কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। না পারলে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে চায়। তাও যখন পারে না, তখন নিজেরাই হুমড়ি খেয়ে পড়ে থাকে। মেসি ঠিকই বল নিয়ে বেরিয়ে যান। যুতসই কাউকে খুঁজে নিয়ে বল বাড়িয়ে দেন। কখনো ডি বক্সের বাইরে থেকে মাটি গড়ানো শটে বল জালে জড়ান। কখনো ডি বক্সে ঢুকে ভিড়ের মধ্যেও ড্রিবলি করেন। অলৌকিক কোনো শক্তিতে মেসি যেন ফুটবলটাকে বস মানিয়ে নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর