বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেসি সত্যিই তুলনাহীন

কায়সার হামিদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক

মেসি সত্যিই তুলনাহীন

সত্যিই আমি অভিভূত। আগে আমি নিজেই বলতাম- ম্যারাডোনার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না। এখন দেখছি আমার ধারণা ভুল। লিওনেল মেসিই এখন তুলনাহীন। মঙ্গলবার রাতে সেমিফাইনাল ম্যাচ দেখলাম, না ম্যাজিক শো দেখলাম তা বুঝতে পারছি না। একজন ফুটবলার যে একাই একশ’ হতে পারে তার বড় প্রমাণ মেসিই। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা প্রথম ২০ মিনিট যে খেলা খেলেছিল তাতে মনেই হয়নি তারা হেসে-খেলে ফাইনালে যাবে। ভয়টা ছিল, লুকা মডরিচরা আগের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। কিন্তু সব ভয়কে জয় করেছে আর্জেন্টিনা। আসলে মেসির ম্যাজিকেই ক্রোটরা নাস্তানাবুদ হয়। এখন নিজের কাছে প্রশ্ন জাগছে, মেসি ফুটবলার না ম্যাজিশিয়ান।

৩-০ গোলে জয় পেয়ে আর্জেন্টিনা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে। এখন কে চ্যাম্পিয়ন হবে সময়ই বলে দেবে। তবে মেসি তুলনাহীন আমাকে তা স্বীকার করতেই হবে। অতীত ধারণা আমার ভুল ছিল তা মানছি। সেমিফাইনালে মেসি পেনাল্টি থেকে একটি গোল করেছেন। কিন্তু আলভারেজের জোড়া গোলের পেছনে মেসিরই তো অবদান ছিল। বিশেষ করে তৃতীয় গোলটা মেসি যেভাবে বানিয়ে দিয়েছেন তা বলব অবিশ্বাস্য। মেসি দুর্দান্ত খেলার পরও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন নিশ্চিত নয়। আমি মনেপ্রাণে চাইব মেসির হাতেই স্বপ্নের ট্রফি উঠুক। এর সঙ্গে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ জড়িয়ে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর