ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে ব্যাপক পরিবর্তন এনেছেন চাপে থাকা নির্বাচকরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় সংক্ষিপ্ত ফরম্যাটের দুই সিরিজ থেকেই বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্থ। টি-২০ সিরিজে নেই দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। তারা দুজনই ফিরবেন ওয়ানডে সিরিজে। ৫০ ওভারের ক্রিকেটে নেতৃত্বেও ফিরছেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে হাতের ইনজুরিতে পড়েছিলেন তিনি।
ওয়ানডের তারকা ওপেনার শিখর ধাওয়ানও শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে নেই। তবে তিনি আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে। এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন শুভমন গিল ও ঈশান কিষান।অন্যদিকে ভারত সফরে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন এশিয়া জয়ী অধিনায়ক দাসুন শানাকা।