শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিলেটের প্রতিপক্ষ সাকিবের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

পৌষের ঠাণ্ডায় শুরু হয়েছে বিপিএলের নবম আসর। গতকাল টুর্নামেন্টের সূচনা ম্যাচে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পাত্তাই দেয়নি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। আজ সিলেট ফের খেলতে নামছে। সন্ধ্যা ৭টায় মাশরাফির সিলেটের প্রতিপক্ষ সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজের ফরচুন বরিশাল। দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর ও খুলনা টাইগার্স। ঢাকা, খুলনা ও বরিশাল বিপিএলের চলতি আসরে প্রথম খেলছে।

আসরে চ্যাম্পিয়ন হবে কোন দল? জানা যাবে ১৬ ফেব্রুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে লিগ পর্বের ম্যাচগুলো। ৭ দলের টুর্নামেন্ট শুরু হয়ে গেছে গতকাল। আজ দ্বিতীয় দিন। স্পষ্টভাবেই বলা যাচ্ছে না কোন দল ফেবারিট। তবে সাকিব, মিরাজ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাইফ হাসান, রাহকিম কর্নওয়াল, মোহাম্মদ ওয়াসিম, নাভিন উল হক, চতুরঙ্গ ডি সিলভা, করিম জান্নানদের নিয়ে গড়া দলটি কিন্তু দারুণ গোছানো। দলের টেকনিক্যাল উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম বরিশালকে দারুণ গোছানো বলেন, ‘সাকিবসহ গতবারের বেশি কয়েকজন ক্রিকেটার রয়েছেন এবারও। সাকিব দলটিকে গুছিয়েছেন। গতবারের তুলনায় এবারের বরিশাল আরও শক্তিশালী বলে মনে করি। আমরা চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলতে। দেশি ও বিদেশি ক্রিকেটার নিয়ে দলটি বেশ গোছানো। আমরা প্রতিটি ম্যাচে আক্রমণাত্মক ম্যাচ খেলব।’ প্রতিপক্ষ সিলেটেও রয়েছেন নাজমুল হাসান শান্ত, ইমাদ হোসেন, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, জাকির হাসানদের মতো ক্রিকেটার। দুপুর ২টায় মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর ও খুলনা টাইগার্স। খুলনার অধিনায়ক টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার দলে রয়েছে মুনিম শাহরিয়ার, আভিস্কা গুনাবর্ধনা, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলী, মাহমুদুল হাসান, দাসুন শানাকারা। ঢাকা ডমিনেটরের অধিনায়ক নাসির হোসেন। দলটিতে রয়েছে আল আমিন, তাসকিন আহমেদ, অলক কাপালি, আরাফাত সানি, আহমেদ শেহজাদ, আরিফুল হক, মুক্তার আলী, শান মাসুদ, উসমান গনি, সৌম্য সরকারদের মতো ক্রিকেটার। শক্তিমত্তায় এগিয়ে নেই কেউ। খেলা হবে জমজমাট।

সর্বশেষ খবর