রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জয়ে ফিরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

জয়ে ফিরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সংবাদ সম্মেলনে ম্যাচসেরা আফিফ

চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে পরাজিত হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয়ে ফিরল তারা। গতকাল ঢাকা ডর্মিনেটরসকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে ৪ নম্বরে উঠে এলো তারা। ঢাকা নেমে গেল ৫ নম্বরে। তিন ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন উসমান গনি। ৩৩ বলে করা তার এ ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। এ ছাড়া অধিনায়ক নাসির হোসেন ২২ বলে ৩০ রান করেন। তিনি ৪টি চার হাঁকান। ঢাকা ডর্মিনেটরসের পক্ষে এ ছাড়া আরিফুল হক ২৯* ও মিজানুর রহমান ২৮ রান করেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন মেহেদি হাসান রানা ও নিহাজুজ্জামান। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেন মালিন্দ পুষ্পকুমারা ও শুভাগত হোম। জবাব দিতে নেমে শুরুতে আল আমিনের উইকেট হারালেও রানের গতি থামতে দেয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উসমান খান ২১ বলে ২২ রান করে আউট হন। এরপর আফিফ হোসেন (৬৯*) ও দারবিশ রসুল (৫৬*) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৪ বল হাতে রেখেই ১৫৯ রান করে চট্টগ্রাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর