সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুবারা পথ দেখাবে : সাদেক

এখানে থেমে থাকলেই চলবে না। আরও বড় ট্রফি জিততে হবে। আমার বিশ্বাস যুবারাই দেখাবে সেই পথ

ক্রীড়া প্রতিবেদক

যুবারা পথ দেখাবে : সাদেক

বাংলাদেশের হকির প্রসঙ্গ উঠলেই উচ্চারিত হবে আবদুস সাদেকের নাম। দেশের হকির জীবন্ত কিংবদন্তি। তাকেই বলা হয় হকির বাতিঘর। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে মাঠ কাঁপিয়েছেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও হকির মায়া ছাড়তে পারেননি। হকিতে সাদেকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। গতকাল হকি প্রসঙ্গ উঠতেই তিনি প্রথমে অভিনন্দন জানালেন এশিয়ান অনূর্ধ্ব-২১ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবাদের। কোচ ও কর্মকর্তাদেরও অভিনন্দন জানালেন। বললেন হকিতে বাংলাদেশের শিরোপা এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।

সাদেক বলেন, ‘এখানে থেমে থাকলেই চলবে না। আরও বড় ট্রফি জিততে হবে। আমার বিশ্বাস যুবারাই দেখাবে সেই পথ। যতটুকু জানি নামমাত্র প্রস্তুতি নিয়ে বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিপক্ষদের বিপক্ষে গোল উৎসব করেছে। মে মাসেই এশিয়ান যুব চূড়ান্তপর্বে খেলবে বাংলাদেশ। এখানে সেমিফাইনালে উঠলেই বিশ্বকাপের সুযোগ। টুর্নামেন্টকে গুরুত্ব সহকারে দেখতে হবে কর্মকর্তাদের। যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্প শুরু করতে হবে। শক্তিশালী দেশের বিরুদ্ধে প্রীতিম্যাচের আয়োজন করতে হবে। এবার যদি নাও পারে আমি বলব যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এবার ৩৫ জনের মধ্যে ১৮ জন খেলোয়াড়ই ছিল ১৮ বয়সে। এরা সামনেও যুব দলে খেলতে পারবে। তাদের জন্য বিশেষ ট্রেনিংয়ে ব্যবস্থা করতে হবে। এটা ঠিক অর্থ খরচ হবে। ফেডারেশনকে সেই স্পন্সর যোগাড় করতে হবে। আমি মনে করি ফেডারেশনের সভাপতির সঙ্গে বসে পরিকল্পনা ঠিক করতে হবে। তা না হলে শুধু বাছাইপর্ব খেলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর