সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

অনূর্ধ্ব-১৯ টি-২০ মহিলা বিশ্বকাপে স্বপ্নের শুরু হয়েছে বাংলাদেশের। যুব বিশ্বকাপের সূচনা ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে সোনালি ইতিহাস লিখেছেন দিশা, মারুফা, দিলারা, স্বর্ণা, সুমাইয়ারা। যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ থেকে সুপার সিক্সে খেলবে শীর্ষ দুই দল। আজ ‘দ্বীপরাষ্ট্র্র’ শ্রীলঙ্কা যুব মহিলা দলকে হারালেই সুপার সিক্স নিশ্চিত হবে দিশা বাহিনীর। অবশ্য একই সমীকরণ শ্রীলঙ্কারও। যদি জিতে যায় দলটি, তাহলে তারা গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত হবে। ১৮ জানুয়ারি বাংলাদেশ যুব মহিলাদের গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। শ্রীলঙ্কাও প্রথম ম্যাচে জয় পেয়েছে। ৭ উইকেটে হারিয়েছে মার্কিন যুব মহিলাদের। প্রথম মার্কিনী যুবারা ২০ ওভারে করেছিল ৯ উইকেটে ৯৬ রান। ৬ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে ম্যাচটি নিজেদের করে নেয় লঙ্কান যুবারা। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ১৩০ রান টপকে যায় বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে। ম্যাচসেরা ডালিয়া ৪০ রান করেন ৪২ বলে। এছাড়া সুমাইয়া আক্তার ৩১*, স্বর্ণা আক্তার ২৩* রান করেন।    

সর্বশেষ খবর