বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাইডার্সের প্রতিশোধের মিশন

রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে

রাইডার্সের প্রতিশোধের মিশন

চট্টগ্রামের উইকেটে রান তোলা বড় কঠিন। উইকেটে বল আসে নিচু হয়ে। স্পিন তো আছেই। বলের গতি পথ বুঝা বড় কঠিন। এই কারণে গত কয়েকটা ম্যাচেই দর্শকরা লো স্কোরিং লড়াই দেখেছেন। ১৩০/১৩৫ রানও এই মাঠে বড় কঠিন টার্গেট। অবশ্য পরে ব্যাটিং করা দলগুলো এই টার্গেট কষ্টে হলেও পাড়ি দিচ্ছে। ১৫০ রানের ওপর করতে পারলেই চট্টগ্রামে মোটামুটি নিরাপদ সংগ্রহ দাঁড়িয়ে যায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের।

আগের দিনই ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে পরাজিত হয়েছে দলটা। সেই ম্যাচের পর অধিনায়কের দায়িত্ব পালন করা শোয়েব মালিক বলেছিলেন, অল্প কয়েকটা রান কম হওয়ায় ম্যাচটা হাতছাড়া হয়েছে। তবে পরের ম্যাচ থেকেই রানের গতি ঠিক রাখার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আগের দিন ম্যাচ খেলায় গতকাল রংপুর রাইডার্সের ছিল ঐচ্ছিক অনুশীলন। মাত্র কয়েক জনই এই ঐচ্ছিক অনুশীলন করেন। নিয়মিত খেলার মধ্যে থাকায় অনুশীলনের সুযোগ খুবই কম। বিশ্রামেরও সুযোগ কম। রংপুর রাইডার্স চট্টগ্রাম পর্বে তৃতীয় ম্যাচ খেলতে নামছে আজ। এর আগে ঢাকায় খেলেছে দুই ম্যাচ। সবমিলিয়ে বিপিএলে আজ তাদের পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচে দুটি করে জয়-পরাজয় আছে তাদের।

রংপুর রাইডার্স এবারের বিপিএলে আগেও একবার মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। ১০ জানুয়ারি মিরপুরের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচে সাকিব আল হাসানদের ফরচুন বরিশাল জয় পায় ৬ উইকেটে। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ অপেক্ষা করছে রংপুর রাইডার্সের সামনে। জিতলেই বরিশালকে টপকে আজ লিগের তৃতীয় স্থানে উঠে আসবেন নুরুল হাসান সোহানরা। অন্যদিকে সাকিবদের সামনেও দ্বিতীয় স্থান মজবুত করার সুযোগ আছে। জিতলেই ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আরও মজবুত আসন গাড়বে ফরচুন বরিশাল।

সাকিব আল হাসান, এনামুল হক, মেহেদী হাসান মিরাজ, ইফতিখার আহমেদরা দারুণ পারফর্ম করছেন এবারের বিপিএলে। ফরচুন বরিশাল চারটা ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে হেরেছে। তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে বেশ শক্তিশালী দলটা। তবে রংপুর রাইডার্সও দারুণ দল। ব্যাট হাতে যেমন আস্থার প্রতীক শোয়েব মালিক, রনি তালুকদার, শামীম হোসেনরা তেমনি বল হাতে রবিউল, রাকিবুল আর হাসান মাহমুদরা দারুণ করছেন। অভিজ্ঞতা আর তারুণ্যে অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। আজ দুই দলের লড়াই জমবে বেশ।

বিপিএলের লড়াই বেশ জমে উঠেছে। পেছন থেকে উঠে আসছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম তিন ম্যাচে টানা তিন পরাজয়ের পর টানা দুই জয় পেয়েছে তারা। উঠে এসেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্সের। পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে ঢাকা। আজ কুমিল্লা জিতলে তিনে এমনকি দুই নম্বরেও উঠে যেতে পারে! শীর্ষ চারে জায়গা করে নিতে হলে ঢাকা ডমিনেটর্সের জয় প্রয়োজন। নাহলে সামনে তাদের কঠিন পথ। প্লে-অফে খেলাই কঠিন হয়ে যাবে নাসির হোসেনদের জন্য।

সর্বশেষ খবর