সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রোনালদোর প্রতি অবিচার!

ক্রীড়া ডেস্ক

রোনালদোর প্রতি অবিচার!

পর্তুগাল জাতীয় দলে ফার্নান্দো সান্তোসের সময় উপযুক্ত সম্মান পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডও তার মূল্যায়ন করতে পারেনি। এমনটাই দাবি করছেন অনেক তারকা। বিশেষ করে পিএসজির বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করার পর অনেকেই বলছেন, অন্যায় করা হয়েছে পর্তুগিজ তারকা রোনালদোর প্রতি।

‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ লেভেলে পারফরম্যান্স করছেন তিনি (ক্রিস্টিয়ানো রোনালদো)। যেসব ফুটবল বিশেষজ্ঞরা প্রতি সপ্তাহেই তার সমালোচনা করছে তারা এখন চুপ করে আছে। অথচ তিনি বিশ্বসেরা একটা ক্লাবের বিপক্ষে কী দারুণ পারফরম্যান্স করেছেন।’ ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এমনটাই লিখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। কেবল কোহলিই নন, অনেকের কণ্ঠেই একই সুর। কয়েক মাস আগে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে। এরপর পর্তুগিজ এই তারকা রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। কিছুদিন আগে লিওনেল মেসি, নেইমার ও এমবাপ্পের দল পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াদ একাদশের পক্ষে খেলতে নেমে সেই ম্যাচে দুটি গোল করে তাক লাগিয়ে দেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও জয় করেন রোনালদো। ম্যাচটা অবশ্য তার দল জিততে পারেনি। পিএসজি ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে রোনালদোর পারফরম্যান্স দেখে মুগ্ধ দর্শকরা। নতুন পরিবেশে গিয়ে দারুণ মানিয়ে নিয়েছেন তিনি। আল নাসর ক্লাবের সঙ্গে আড়াই বছরের চুক্তি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর