মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুই সপ্তাহের মধ্যে কোচ চূড়ান্ত

নামজুল হাসান পাপন, সভাপতি, বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

দুই সপ্তাহের মধ্যে কোচ চূড়ান্ত
আমরা সবসময় চাই, মাশরাফি মাঠ থেকে বিদায় নেন। এ জন্য আমরা একটি বিদেশি দলও আনতে চেয়েছিলাম। কিন্তু উনি তো (মাশরাফি) কিছু বলেন না। সবচেয়ে বড়ু কথা হচ্ছে, মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেননি।

আন্তর্জাতিক কোনো ক্রিকেট নেই। ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুন্ডর রহিমরা। এখন খেলছেন টি-২০ টুর্নামেন্ট বিপিএল। তাই বাংলাদেশ ক্রিকেট দলে কোচ না থাকার বিষয়টি খুব বড়ু মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। তবে মার্চ মাসে ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে আসবে ইংল্যান্ড। ইংল্যান্ড থাকতে থাকতেই একটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-২০ খেলতে আসবে আয়ারল্যান্ড। সিরিজ দুটির আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হেড কোচের নিয়োগ দেবে। এতোদিন কোচ নিয়োগের আলোচনায় ছিলেন চন্ডিকা হাতুরাসিংহে। হঠাৎ করেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, হাতুরাসিংহে দায়িত্ব নিতে চাইছেন না টাইগাররদের। বিসিবির সঙ্গে দরদাম করে নিয়োগ বাড়াচ্ছেন নিউসাউথ ওয়েলসের সঙ্গে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিষয়টিকে পাত্তাই দেননি। বরং জানান, তিনি এমনটি শুনেননি, ‘আমরা এমন কিছু শুনিনি। কেউ আমাদের বলেওনি।’ বিসিবির সভাপতির মন্তব্যে একটি বিষয় স্পষ্ট, কোচের লড়াইয়ে এখনো হাতুরাসিংহেই এগিয়ে। হাতুরাকে কোচ করতে প্রায় বছরে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ ডলার ব্যয় করতে হতে পারে ক্রিকেট বোর্ডকে। বিসিবি সভাপতি কারও নাম না জানালেও স্পষ্ট করে জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে হেড কোচের নিয়োগ দেবে বিসিবি, ‘ইংল্যান্ড সিরিজের আগেই কোচের নিয়োগ দেওয়া হবে। আশা করছি ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে কোচ নিয়োগ দিতে পারব।’ হাতুরাসিংহে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত কোচিং করিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। গতকাল বিসিবি সভাপতি টাইগারদের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাঠ থেকে বিদায়ের বিষয়ে বলেন, ‘আমরা সবসময় চাই, মাশরাফি মাঠ থেকে বিদায় নেন। এজন্য আমরা একটি বিদেশি দলও আনতে চেয়েছিলাম। কিন্তু উনি তো (মাশরাফি) কিছু বলেন না। সবচেয়ে বড়ু কথা হচ্ছে, মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছেন। কিন্তু ক্রিকেট থেকে অবসর নেননি।’

 

 

 

সর্বশেষ খবর