বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকাকে জেতালেন মিথুন

আসিফ ইকবাল, সিলেট থেকে

ঢাকাকে জেতালেন মিথুন

ঢাকার ইনিংসের তখন ১২ নম্বর ওভার চলছে। ১৫৭ রানের টার্গেটে ঢাকার স্কোর তখন ২ উইকেটে ১০২। হঠাৎ করে গ্যালারির ফেন্সিং টপকে একজন দর্শক ছুটছেন মাঠে, তার পেছন পেছন ছুটছেন দুজন নিরাপত্তা কর্মী। দর্শক দৌড়ে এসে জাপটে ধরেন সাকিবকে। ফরচুন বরিশালের অধিনায়ক কিছু বলেননি। সরিয়েও দেননি। দেখে বোঝার উপায় ছিল না বিরক্ত হয়েছেন কি-না? তবে মাঠের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ঘটনাটি ফরচুন বরিশাল-ঢাকা ডমিনেটর্স ম্যাচের। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে টিকে থাকতে জিততেই হতো বরিশালকে। কিন্তু নাসির হোসেনের ঢাকার সঙ্গে পেড়ে ওঠেনি। ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা। যা নাসির বাহিনীর ১০ ম্যাচে তৃতীয় জয়। সাকিবের বরিশালের ৯ ম্যাচে ৩ নম্বর হার। হেরে গেছেন। মন খারাপ বরিশালের অধিনায়ক সাকিবের, ‘জিতলে ভালো লাগত। আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বাকি ম্যাচগুলো জিততেই খেলব।’ ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।

সাকিব ভালো ব্যাটিং করেননি গতকাল। ৪ বলে রান করেছেন মাত্র ৫ রান। অবশ্য বোলিংয়ে ছিলেন দুরন্ত। ৪ ওভারের স্পেলে ১৮ রানের খরচে উইকেট নিয়েছেন ২টি। তার ব্যাটিং ব্যর্থতার দিনে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে বরিশাল। সর্বোচ্চ ৪২ রান করেন এনামুল হক বিজয় ৩৫ বলে ৫ চার ও এক ছক্কায়। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ  ২৭ বলে ৩৯ রান করেন ২ চার ৪ ছক্কায়। সাকিবের বরিশালের আরও দুটি খেলা বাকি। আসরে ৯ ম্যাচে সাকিবের রান ১৮৫.১১ স্ট্রাইক রেটে ৩ হাফসেঞ্চুরিতে ৩১১। সবচেয়ে বেশি ৩৫৬ রান নাজমুল হোসেনের। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথা বলেন বরিশালের অধিনায়ক, ‘ভালোই হচ্ছে। মাঝের দুটি ম্যাচে ভালো হয়নি। তবে শুরুর মতো শেষটাও ভালো করতে চাই।’

২০১৭ সালের পর ৬ বছরের ব্যবধানে পুনরায় টাইগারদের কোচ হতে যাচ্ছেন চন্ডিকা হাতুরাসিংহে। হাতুরার কোচিংয়েই খেলবেন সাকিব। তার পুনর্বহাল নিয়ে কোনো মন্তব্যই করতে রাজি হননি, ‘নো কমেন্টস’। দেশসেরা অলরাউন্ডার নিয়মিত আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেট খেলেন। সেসবের তুলনায় প্রতিদ্বন্দ্বিতা ও মানে বিপিএল পিছিয়ে। তারপরও বিপিএল খেলতে ভালো লাগে টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়কের, ‘বিপিএল খেলতে ভালোই লাগে।’

টার্গেট ১৫৭ রান। ওভার প্রতি স্ট্রাইক রেট ৭. ৮৫। এমন টার্গেট খুব কঠিন নয়, খুব সহজও নয়। তারপরও পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ঢাকা জয় তুলে নেয় ৭ বল হাতে রেখে। ঢাকাকে তৃতীয় জয় উপহার দিতে উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে ৭৪ রানের ভিত দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর