শিরোনাম
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইনডোর গেমসে আসছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

ইনডোর গেমসে আসছে কিংস

পাইওনিয়ার ফুটবল লিগ থেকে ক্রীড়াঙ্গনে বসুন্ধরা কিংসের যাত্রা। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বিজয়ের পতাকা উড়িয়ে চলেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে পেশাদার লিগে আগমন ঘটে। অভিষেক আসরেই শিরোপা জেতে কিংস। এখানেই শেষ নয়, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে বিরল রেকর্ডও গড়েছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা কিংস। কেননা অন্য দুটি ক্লাবেরও হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব থাকলেও নতুন দল হিসেবে একমাত্র কিংসই এ কৃতিত্ব অর্জন করে। এখন টানা চারবার শিরোপা জিততে মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপেও চ্যাম্পিয়ন হয়েছে। নারী ফুটবল লিগেও টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে বিরল রেকর্ডও গড়েছে। ঘরোয়া ফুটবলে দ্রুত এতটা শিরোপা জয়ের রেকর্ড কারোর নেই। শুধু দলীয় সাফল্য নয়, দেশের ফুটবল নতুনভাবে জাগিয়ে তুলেছে কিংস। অন্ধকার ঘরে আলো ছড়াচ্ছে তারাই। ক্রীড়াপ্রেমীরা অন্য দুই জনপ্রিয় খেলা ক্রিকেট আর হকিতেও দেখতে চায় বসুন্ধরা কিংসকে। তবে এখনো দুটো খেলা নিয়ে ভাবছে না কিংস ম্যানেজমেন্ট। ফুটবলের পর ইনডোর খেলাতে দল গড়ার পরিকল্পনা নিয়েছে কিংস। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান জানালেন, ‘ক্রিকেট ও হকিতে দল গড়া হবে। তবে দ্রুত আমরা ইনডোরের জনপ্রিয় খেলাগুলোয় আসতে চাই। দাবা, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনকেই মূলত প্রাধান্য দিচ্ছি। আমরা চাই এসব খেলায় প্রাণচাঞ্চল্য ফিরে আসুক। কবে থেকে আমরা দল গড়ব তা চূড়ান্ত না হলেও অপেক্ষার অবসান ঘটবে শিগগিরই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর