সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাতে আসছেন হাতুরা

ক্রীড়া প্রতিবেদক

রাতে আসছেন হাতুরা

সাকিব আল হাসান, তামিম ইকবালদের দায়িত্ব নিতে দ্বিতীয়বারের মতো আজ রাতে ঢাকা আসছেন চন্ডিকা হাতুরাসিংহে। শ্রীলঙ্কান বংশোদ্ভুত হাতুরাসিংহে প্রথমবার টাইগারদের কোচিং করিয়েছেন ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। এবার তাকে দ্বিতীয়বার নিয়োগ দিয়েছে বিসিবি। আজ রাতে তার আসার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আজ রাতে হাতুরাসিংহের ঢাকায় আসার কথা।’ তিন দিনব্যাপী জাতীয় দলের স্পিন কোচিং সেসন শেষ হচ্ছে আজ। ২৩ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হবে। প্রথম দিনের অনুশীলনে যোগ দেবেন হাতুরাসিংহে।      

হাতুরাসিংহে ২০১৪ সালের জুন মাসে প্রথম দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের। দায়িত্ব নিলেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দেখেছিলেন এক অবজারভার হিসেবে। ড্রেসিং রুমে বসে তিনি ক্রিকেটারদের শারীরিক ভাষা দেখেছিলেন খুব কাছ থেকে। সেই অভিজ্ঞতাকে পরবর্তীতে কোচিংয়ের কাজে লাগিয়েছিলেন। বিশ্বকাপ ক্রিকেট, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ানডে সিরিজ, টেস্ট সিরিজে সাফল্যও পেয়েছিল টাইগাররা। হাতুরার কোচিং ক্যারিশমায় মুগ্ধ হয়েছিলেন ক্রিকেটার থেকে শুরু করে বিসিবি কর্মকর্তারা। তার কোচিং ক্যারিশমায় সাফল্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে টানা তিন ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানকে সেবার হোয়াইটওয়াশ করেছিল। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে যে কয়টি স্মরণীয় জয় রয়েছে, তার অন্যতম দুটি তার কোচিংয়ে। ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারায়। ওয়ানডে ও  টেস্টে তার যে রকম সাফল্য, তেমনটি নেই টি-২০ ক্রিকেটে। তার কোচিংয়ে বাংলাদেশ ২১ টেস্ট খেলে জয় ৬, হার ১১ ও ড্র ৪টি। জিতেছে ৩-০ জিম্বাবুয়ে এবং ১টি করে জিতেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর