বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শূন্য হাতে দেশে ফিরছেন নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ নারী যুব বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারেনি রান রেটের গ্যাঁড়াকলে। দক্ষিণ আফ্রিকায়ই চলছে নারী টি-২০ বিশ্বকাপ। ২০ ওভারের টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা সেমিফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন। কিন্তু স্বপ্ন যে আকাশছোঁয়ার মতো ছিল! সেটা খেলতে নেমে হাড়ে হাড়ে টের পেয়েছেন নিগার বাহিনী। পরশু রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেছে ১০ উইকেটে। টানা চার ম্যাচ হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ।

বিশ্বকাপে নিগার বাহিনী খেলেছে ‘এ’ গ্রুপে। গ্রুপের চার ম্যাচেই হেরেছে নারী দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে এবং সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১০ উইকেটে। গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটিং কখনোই ভালো করেনি। ফিল্ডিংও ছিল যাচ্ছেতাই। প্রতিটি ম্যাচে একাধিক ক্যাচ ছেড়েছে। তার খেসারত গুনেছে দল। দলের বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা দেন দলের অন্যতম সেরা ক্রিকেটার জাহানারা আলম, ‘অবশ্যই খুব খারাপ লাগে। শুধু পেসার হিসেবে আমারই নয়, মাঠে ১১ জনের সবারই খারাপ লাগে। বিশেষ করে, যে সুযোগ হাতছাড়া করে, তার সবচেয়ে বেশি খারাপ লাগে। তবে সেই মুহূর্ত থেকে ইতিবাচক ভাবনা রেখে ঘুরে দাঁড়াতে হয়। এভাবেই প্রতিটি ক্রিকেটারের ভাবা উচিত।’ নারী টি-২০ বিশ্বকাপের পরবর্তী আসর বাংলাদেশে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এবার নিয়ে ৫টি বিশ্বকাপ খেলেছে নারী দল। ২১ ম্যাচে জয় সাকল্যে ২টি। ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল। হেরেছে ১৯ ম্যাচে। যার টানা হার আবার ১৭ ম্যাচে। আসরে নারী দলের কোনো ক্রিকেটারই খেলতে পারেননি পঞ্চাশ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে ১২৬ রান, অস্ট্রেলিয়ার সঙ্গে ১০৭, নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ এবং দক্ষিণ আফ্রিকা বিপক্ষে ১১৩ রান।

সর্বশেষ খবর