উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসরা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় মোট ১৭ বার ফাইনাল খেলেছে। এর মধ্যে ১৪ বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ যুগ শুরু হওয়ার পরও তারাই সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে (৮ বার)। এই ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ১১ বার করে ফাইনাল খেলেছে এসি মিলান ও বায়ার্ন মিউনিখ।