শিরোনাম
বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ফুটবলে আট দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল। ‘সি’ গ্রুপ থেকে শেখ রাসেল ক্রীড়া চক্র না ঢাকা আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে খেলবে সেটিই বাকি ছিল। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে তাও ঠিক হয়ে গেল। টাইব্রেকারে শেখ রাসেলকে হারিয়ে আবাহনী হয়েছে গ্রুপ সেরা। তবে নির্ধারিত ৯০ মিনিটে লড়াই হয়েছে শ্বাসরুদ্ধকর। এমন উপভোগ্য ম্যাচ অনেক দিন পর দেখা গেল। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ৩-৩ ম্যাচ ড্র থাকার পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে জিতে গ্রুপ সেরা হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।

১৬ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ফয়সাল আহমেদ ফাহিমের নিচু ক্রস থেকে চলতি বলে আলতো প্লেসিং করে দেন মেহেদি হাসান রয়েল। চার মিনিট পরই সমতা ফেরার সুযোগ হাতছাড়া করে শেখ রাসেল। এম ফন উদোহর শট কোনোভাবে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক সোহেল। ২৭ মিনিটে এম ফনের আরেকটি শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। রয়েলের পাসে জালে বল পাঠান এলিটা কিংসলে। ৬৬ মিনিটে দীপক রায় শেখ রাসেলের হয়ে প্রথম গোল করেন (১-২)। ৭৭ মিনিটে উদোহকে অবৈধ বাধা দেন প্রতিপক্ষের গোলরক্ষক সোহেল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে গোল করেন চার্লস দিদিয়ের। ৮৪ মিনিটে খালেকুজ্জামান প্রথমবারের মতো এগিয়ে রাখেন শেখ রাসেলকে। কিন্তু ৮৯ মিনিটে পিটার নোরাহ গোল করলে ম্যাচ ৩-৩-এ ড্র হয়। টাইব্রেকারে আবাহনী জিতে যায় ৫-৪ গোলে।

সর্বশেষ খবর