বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

৭৫ বছরে ঘরোয়া ফুটবলে পাঁচ ক্লাবের যত রেকর্ড

৭৫ বছরে ঘরোয়া ফুটবলে পাঁচ ক্লাবের যত রেকর্ড

 

যেখানে শুধুই বসুন্ধরা

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের আগমন বেশি দিনের নয়। অথচ বাংলাদেশের ইতিহাসে এই ক্লাব এখন সবচেয়ে আলোচিত নাম। ২০১৮-১৯ মৌসুমে পেশাদার লিগে বসুন্ধরা কিংসের অভিষেক হয়। এসেই চ্যাম্পিয়ন হয়ে বিরল রেকর্ড গড়ে তারা। ঢাকা আবাহনী বা স্বাধীনতার পর যাদেরই অভিষেক হয়েছে তারা কেউ শুরুতেই চ্যাম্পিয়ন হতে পারেনি। তারপর আবার আগমনের টানা তিন মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস লিখেছে। যা ৭৫ বছরে ঘরোয়া আসরের ইতিহাসে অন্য কোনো ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। টানা চারবার শিরোপা জিতলে আরেকটি ইতিহাস গড়বে। নারী লিগেও অভিষেকের পর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে কিংস।

 

আবাহনীর দুই হ্যাটট্রিক শিরোপা

১৯৭২ সালে ঢাকা আবাহনীর অভিষেক হয়। প্রথম লিগ চ্যাম্পিয়ন হয় ১৯৭৪ সালে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব আবাহনীরই। ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে তারা টানা তিনবার লিগ জিতে। এক হ্যাটট্রিকে আবাহনী থেমে থাকেনি। ২০০৭-২০০৮ মৌসুমে পেশাদার লিগ শুরুর পর আবাহনী টানা তিনবার চ্যাম্পিয়ন হয়। এই কৃতিত্ব অন্য ক্লাবের নেই। আবাহনীই পেশাদার লিগে সর্বোচ্চ ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয় স্বাধীনতার পর প্রথম বিভাগ, প্রিমিয়ার মিলিয়ে মোহামেডানকে টপকে আবাহনীরই সর্বোচ্চ লিগ জয়ের রেকর্ড রয়েছে। আবাহনীই প্রথম ক্লাব যারা লিগে বিশ্বকাপ খেলা ফুটবলারদের মাঠে নামায়।

 

শেখ রাসেলের ট্রেবল

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে শেখ রাসেল ক্রীড়াচক্র অন্যতম জনপ্রিয় নাম। পেশাদার লিগ মাঠে গড়ানোর পর ক্লাবগুলো পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চেয়ারম্যান হওয়ার পরই শেখ রাসেলে পুরোপুরি পেশাদারিত্বের দেখা মিলে। ক্রীড়াঙ্গনে এ কথা স্বীকৃত সায়েম সোবহানের মাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব খুঁজে পাওয়া যায়। শক্তিশালী দল গড়ার পরও লিগে দুর্ভাগ্যক্রমে শিরোপা বঞ্চিত হলেও ক্লাবটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। এর পেছনে বড় কারণ হচ্ছে যোগ্য নেতৃত্ব। শেখ রাসেলই ফুটবলে প্রথম দল অভিষেকের পর সবচেয়ে কম সময়ে এক মৌসুমে তিন শিরোপা জয়ে কৃতিত্ব অর্জন করেছে। ২০১২-১৩ মৌসুমে পেশাদার লিগের পাশাপাশি ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে শিরোপা জেতে ক্লাবটি।

 

মোহামেডানের অপরাজিত তিন

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জনপ্রিয়তার কথা কারোর অজানা নয়। বিস্ময় হলো এ ঐতিহ্যবাহী ক্লাবটি দীর্ঘ ২০ বছর ধরে লিগে শিরোপা বঞ্চিত। তবুও মোহামেডানের যে রেকর্ড রয়েছে তা অন্য ক্লাবের নেই। স্বাধীনতার পর আবাহনী প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলে তা স্পর্শ করে বিরল রেকর্ড গড়ে। ৭৫ বছরে ঘরোয়া ফুটবলে মোহামেডান একমাত্র দল যারা অপরাজিত থেকেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৮৬, ১৯৮৭ ও ১৯৮৮-৮৯ মৌসুমে এ ইতিহাস গড়ে তারা। স্বাধীনতার আগে ও পরে মিলিয়ে মোহামেডান এখনো সর্বোচ্চ লিগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তাদেরই রয়েছে লিগে টানা ৬২ ম্যাচ হার না মানার রেকর্ড। ঘরোয়া আসরে ১৯৬৯ সালে মোহামেডানই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

 

ওয়ান্ডারার্সের টানা চার

ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। কত স্মৃতি এ ক্লাবকে ঘিরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্লাব ওয়ান্ডারার্স। দাপটের সঙ্গে ফুটবল খেলে ওয়ান্ডারার্স থেকেই তারকার খ্যাতি পান শেখ মুজিব। অথচ সেই ক্লাবের দীর্ঘদিন ধরে কোনো সাফল্য নেই। তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা লিগে ১৯৬০ সালে চ্যাম্পিয়নই ঐতিহ্যবাহী দলটির শেষ সাফল্য। তবে ক্লাবটির যে রেকর্ড রয়েছে তা অন্য ক্লাবের নেই। একমাত্র দল হিসেবে তাদেরই টানা চারবার লিগ চ্যাম্পিয়নের রেকর্ড রয়েছে। ১৮৫৩, ১৯৫৪, ১৯৫৫ ও ১৯৫৬ সালে এ বিরল রেকর্ড গড়ে সাদা-কালোর জার্সির ওয়ান্ডারার্স। অর্থাৎ লিগে প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়নের রেকর্ড তাদেরই। মোহামেডান ও আবাহনীর পর তৃতীয় সর্বোচ্চ লিগ জয়ের রেকর্ড তাদেরই।

 

 

সর্বশেষ খবর