শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
আজ প্রথম টি-২০

সাকিবদের এবার টি-২০ চ্যালেঞ্জ

আসিফ ইকবাল

সাকিবদের এবার টি-২০ চ্যালেঞ্জ

ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ এড়িয়েছে সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে। নিজের ব্যক্তিগত মাইলফলকের ম্যাচটিতে ব্যাটিং ও বোলিংয়ে সাকিব ছিলেন দুর্দমনীয়। ওয়ানডে সিরিজ শেষ। এখন নতুন সিরিজ। নতুন অধ্যায়। সাকিবের নেতৃত্বে প্রস্তুত বাংলাদেশ। আজ শুরু তিন ম্যাচের টি-২০ সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে সাকিবের নেতৃত্বে একঝাঁক তরুণ নিয়ে গড়া টাইগারদের। সিরিজের পরের দুটি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছিলেন সাকিবরা এবং হেরেছিলেন ৮ উইকেটের পর্বতসমান ব্যবধানে। তবে আজকের ম্যাচটি একটি মাইলফলকের হাতছানি দিচ্ছে বাংলাদেশের। যদি বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারে, তাহলে টি-২০ ক্রিকেটে টাইগারদের জয়টি হবে ৫০তম। এখন পর্যন্ত ১৪৪ টি-২০ ম্যাচে টাইগাররা জিতেছে ৪৯টি এবং হার ৯২। বাকি ৩ ম্যাচে কোনো ফল হয়নি। বিশ্বচ্যাম্পিয়ন বাটলার বাহিনীর বিপক্ষে শিষ্যদের কাছে সেরা খেলাটা চান কোচ হাতুরাসিংহে, ‘আমার কাছে কোনো লুকোচুরি নেই। আমি পরিষ্কারভাবে জানি, আমরা কী করতে পারি। ক্রিকেটারদের কাছে সেটাই আশা করি, তারা দলে যেজন্য নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেটাই যেন করে দেখায়। তাদেরকেই বুঝতে হবে কীভাবে পারফরম্যান্স করবে।’

টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুড়ি। শক্তিশালী ইংলিশ বোলারদের বিপক্ষে ছক্কা হাঁকানোর অনুশীলনটা গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেরে নেন লিটন, রনি, সাকিব, আফিফ ও নাজমুলরা। হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও ব্যাটিং কোচ জেমি সিডন্স থাকার পরও গতকাল সতীর্থদের ছক্কা হাঁকানোর অনুশীলন তদারকি করেন সাকিব। নিজেও ছক্কার লড়াইয়ে শামিল হয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, জহুর আহমেদের উইকেটে চাইলেই কী হরহামেশা ছক্কা মারা যাবে? টাইগার কোচ হাতুরাসিংহে বলেন ছক্কা মারতে ট্যাকটিস জানতে হবে, ‘ছক্কা মারতে জোর চাই। তবে মারার টেকনিকটাও জানা থাকতে হবে। দুটোর মিশেলেই ছক্কা হাঁকান সম্ভব।’

তিন দিন আগের ওয়ানডেতে খেয়াল করলে দেখা যায়, উইকেটে বল একটু ধীরলয়ে এসেছে। একেবারে আন ইভেন্স বাউন্স ছিল না। সেজন্য ব্যাটাররা স্ট্রোক খেলেছেন। বাংলাদেশের ইনিংসে ৩টি হাফসেঞ্চুরির ছিল। অবশ্য ধীরলয়ের আচরণ করেছে বলে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছেন। আজকের ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিল উইকেট। টাইগার কোচ উইকেট নিয়ে বলেন, ‘দুই দিন আগে ওয়ানডেতে যা দেখেছি, আমার মনে হয়েছে একই উইকেটে খেলছি। ফলে দুই দিনে উইকেট বদলানো যাবে না। একই হবে।’ চট্টগ্রামে এখন পর্যন্ত টি-২০ ম্যাচ হয়েছে ২০টি। তাতে বাংলাদেশের জয় সাকল্যে ৩। নিজেদের সর্বশেষ ম্যাচে টাইগাররা ৪ উইকেটে হারিয়েছিল আফগনিস্তানকে। এছাড়াও টাইগাররা হারিয়েছে নেপালকে ৮ উইকেটে এবং জিম্বাবুয়েকে ৩৯ রানে। এই মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ম্যাচ খেলছে ৪টি। সবগুলোই টি-২০ বিশ্বকাপে। ২০১৪ সালে ৯ রানে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে, একই আসরে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৬ উইকেটে, দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে এবং নেদারল্যান্ডসের কাছে ৪৫ রানে হেরেছিল। চট্টগ্রামেই বাংলাদেশ ও ইংল্যান্ড বাইলেটারাল সিরিজ খেলছে এই প্রথম। পরিচিত কন্ডিশনে একটা সুযোগ রয়েছে বলেন টাইগার হেড কোচ, ‘আমাদের কন্ডিশনে ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো, নাকি আমরা তাদের চেয়ে ভালো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ, টি-২০ ক্রিকেটে আমাদের স্কিল এ মুহূর্তে কোন পর্যায়ে আছে দেখার জন্য।’

সিরিজে ৮ বছর পর সুযোগ পেয়েছেন রনি। একমাত্র টি-২০ ম্যাচটি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর বাদ পড়েন। সদ্য সমাপ্ত বিপিএল দারুণ পারফরম্যান্স করে ফিরেছেন দলে। ফিরেছেন শামীম হোসেন। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম। বিপিএলে দারুণ ব্যাটিং করেছেন তৌহিদ এবং দুর্দান্ত বোলিং করেছেন বাঁ হাতি স্পিনার তানভীর। তরুণ ক্রিকেটারদের নিয়েই সাকিব ও হাতুরাসিংহে রসায়নে এগিয়ে যাবে বাংলাদেশ, এটাই চাওয়া ক্রিকেটপ্রেমীদের।

 

 

 

সর্বশেষ খবর