শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলার মেয়েদের উড়ন্ত জয়

ক্রীড়া প্রতিবেদক

বাংলার মেয়েদের উড়ন্ত জয়

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক মেয়েদের ফুটবল দেখে আনন্দিত হলো গতকাল। এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়েছেন রূপনা চাকমারা।

নারী ফুটবলে বাংলাদেশ ছুটছে সাফল্যের পথে। বেশ কয়েক বছর ধরেই সাফল্য নিয়ে আসছেন নারী ফুটবলাররা। গতকালও দুর্দান্ত ফুটবল উপহার দিল মেয়েরা। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই রিপা, আকলিমা, স্বপ্নারা দুর্দান্ত আক্রমণ করেন। একের পর এক আঘাত করলেও তুর্কমেনিস্তান নিজেদের গোলরবার ৪৫ মিনিট পর্যন্ত অক্ষত রাখে। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। প্রথমার্ধ্বের যোগ করা সময়ে ডি বক্সে ভীড়ের মধ্য থেকে গোল করেন আকলিমা খাতুন। বলটা কিয়ার করতে পারেনি তুর্কমেনিস্তানের ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধ্বে আরও তিনবার বল জালে জড়ায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ। লঙ পাসে বল পেয়ে ছোটো ডি বক্স থেকে ডান পায়ের শটে গোল করেন আকলিমা খাতুন। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। আকলিমার পর ম্যাচে ঝড় তোলেন স্বপ্না রানী। দুই মিনিটের ব্যবধানে বাংলাদেশকে আরও দুটি গোল উপহার দেন তিনি। ম্যাচের ৮০ মিনিটে স্বপ্না রানী ডি বক্সের ডান দিক থেকে ইতি খাতুনের ক্রসে বল পেয়ে হেডে গোল করেন। দুই মিনিট পর আবারও গোল করেন স্বপ্না। ডি বক্সের বাইরে থেকে গোলমুখি জোরালো শট নেন তিনি। তুর্কমেনিস্তানের ফুটবালের পা স্পর্শ করে বল জালে জড়ায়।

দারুণ জয়ে বাছাইপর্বটা ভালোভাবেই শুরু করেছেন রূপনা চাকমারা। পরের ম্যাচে ইরানকে হারাতে পারলেই এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে বাংলাদেশের মেয়েরা। ইরান নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে হারিয়েছে। গোল ব্যবধানে ইরান কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশ জিতলে তারাই খেলবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে এর আগে কখনোই চূড়ান্ত পর্ব খেলেনি বাংলাদেশের মেয়েরা। গতবার (২০১৯ সালে) বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও তাজিকিস্তানের সঙ্গে খেলেছিল বাংলাদেশ। সেবার তাজিকিস্তানের বিপক্ষে ৫-১ গোলের জয় পেলেও চাইনিজ তাইপে (২-০) ও দক্ষিণ কোরিয়ার (৭-০) কাছে হেরে যায়। দ্বিতীয় রাউন্ডেও খেলা হয়নি তাদের। এবার কী পারবেন রূপনা চাকমারা? ইতিহাস গড়ার দারুণ সুযোগ অপেক্ষা করছে মেয়েদের সামনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর