শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

খাজার ডাবল সেঞ্চুরি মিস

ক্রীড়া ডেস্ক

জানুয়ারিতে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেতে পারতেন উসমান খাজা। সিডনিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানে ব্যাট করছিলেন। মাত্র ৫ রান দূরে ছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে। কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ইনিংস ঘোষণা করেছিলেন। যদিও টেস্টটি ড্র হয়েছিল। দুই মাস পর পুনরায় ডাবল সেঞ্চুরির সুযোগ পেয়েছিলেন খাজা। আহমেদাবাদ টেস্টের প্রথম দিন অপরাজিত ছিলেন ১০৪ রানে। গতকাল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৮০ রানে। তাই ৬০ টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিটি ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। খাজার আফসোসের দিনে সেঞ্চুরি করেছেন ক্যামেরন গ্রিন। খাজার ১৮০ ও গ্রিনের ১১৪ রানে ভর করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ৪৮০ রান। ভারত দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ৩৬ রান তুলে। আজ ৪৪৪ রানে পিছিয়ে খেলতে নামবে তারা। ১০ ঘণ্টার ম্যারাথন ইনিংসে খাজা ১৮০ রান করেন ৪২২ বলে ২১ চারে। গ্রিন ১১৪ রান করেন ১৭০ বলে ১৮ চারে। ভারতের অফ স্পিনার রবীচন্দন অশ্বিন ৯১ রানের খরচে নেন ৬ উইকেট।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর