শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিজয়ের সেঞ্চুরি আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক

বিজয়ের সেঞ্চুরি আবাহনীর জয়

গত মৌসুম শেষ করেছিলেন লিস্ট-‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়ে। এক মৌসুমে ১১৩৮ রান করে রেকর্ড বুকে নাম লিখেছিলেন এনামুল হক বিজয়। জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। কিন্তু ছন্দ হারিয়ে জায়গা হারান জাতীয় দলে। গতবার প্রিমিয়ার ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করা এনামুল এবার নাম লেখান আবাহনীতে। নতুন মৌসুমে আবাহনীর হয়ে খেলতে নেমেই তিন অংকের জাদুকরি ইনিংস খেলেন এনামুল। ১১৮ বলে  ৬ ছক্কা ও ৬ চারে ১১৩ রানের ইনিংস তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১৬তম সেঞ্চুরি। মিরপুর স্টেডিয়ামে তার সেঞ্চুরির ম্যাচে আবাহনী ১২৪ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এনামুলের সেঞ্চুরির দিনের সেঞ্চুরি করেছেন মিজানুর রহমানও। লিগে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৩টি। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে তারকাসমৃদ্ধ মোহামেডানকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ। যুব বিশ্বকাপজয়ী আকবর আলির গাজী গ্রুপের ৭ উইকেটে ৩৪৯ রানের জবাবে সাকিব, মেহেদী মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, রনি তালুকদারদের নিয়ে গড়া মোহামেডান অলআউট হয় ৩৯.২ ওভারে ২২১ রানে। আবাহনীর ৩৭৩ রানের জবাবে ব্রাদার্স অলআউট হয় ২৪৮ রানে। রনি ৬১ বলে ৮০, মাহমুদুল্লাহ ৫৭ বলে ৫৮ রান করেন। ফতুল্লা খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী গ্রুপের পক্ষে তিনটি হাফসেঞ্চুরি করেন এসএম মেহরব ৪৩ বলে ৮ চার ও এক ছক্কায় ৬২ রানে অপরাজিত ইনিংস, রবি তেজা ৭৯ বলে ৬৬ এবং আকবর আলি ৫৪ বলে ৫৯ রান করেন। বিকেএসপিতে ফরহাদ রেজার অলরাউন্ডিং পারফরম্যান্সে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে শাইন পুকুর ক্লাব।

সর্বশেষ খবর